‘উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমা তৈরিতে সক্ষম’
আন্তর্জাতিক ডেস্ক : পারমাণবিক ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমা তৈরির সক্ষমতা অর্জন করেছে বলে জানিয়েছেন দেশটির নেতা কিম জং-উন।
কিমের উদ্ধৃতি দিয়ে আজ (১০ ডিসেম্বর) উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানায়, ইতোমধ্যে পরমাণু শক্তিধর দেশ হিসেবে সক্ষমতা অর্জনকারী উত্তর কোরিয়া সার্বভৌমত্ব রক্ষায় আনবিক ও হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটাতে প্রস্তুত।
উল্লেখ্য, উত্তর কোরিয়া ইতোমধ্যে তিনটি আনবিক বোমার পরীক্ষা চালিয়েছে। দেশটি এর আগে অনেক শক্তিশালী বোমা বানানোর আভাস দিয়েছিল। কিন্তু কিমের মন্তব্য হাইড্রোজেন বোমা বানানোর সরাসরি ইঙ্গিত।