‘সাইবার হামলা ঠেকাতে আসুন একজোট হই’
আন্তর্জাতিক ডেস্ক : সাইবার হামলা ও অস্ত্রের প্রতিযোগিতা ঠেকাতে বিশ্বের সব দেশকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গতকাল (১৬ ডিসেম্বর) চীনের ঝিজিংয়াং প্রদেশে দ্বিতীয় বিশ্ব ইন্টারনেট সম্মেলনে তিনি বলেন, বিশ্বের সব দেশকে একজোট হয়ে ইন্টারনেট নজরদারি ও সাইবার জগতে হামলার বিরুদ্ধে দাঁড়াতে হবে।
শি জিনপিং বলেন, সাইবার নিরাপত্তা এখন বৈশ্বিক চ্যালেঞ্জ। বিশ্বের কোনো দেশ এই হামলা থেকে সুরক্ষিত নয়।
তাই বিশ্বের সাইবার নিরাপত্তা ঠিক রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য যৌথ দায়িত্ব। তথ্য প্রযুক্তির অপব্যবহার রোধে তাই বিশ্বের সব দেশকে হাতে হাত রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান চীনের প্রেসিডেন্ট।
চীনের প্রেসিডেন্ট বলেন, বিশ্বের অন্য দেশগুলোর সঙ্গে সাইবার নিরাপত্তার বিষয়ে আলোচনা ও বৈষম্য দূর করার জন্য পদক্ষেপ নেবে চীন। আন্তর্জাতিক সাইবার জগতে সবার জন্য গ্রহণযোগ্য নীতিমালা তৈরি করে তা আন্তর্জাতিক নীতিমালা হিসেবে যাতে গৃহীত হয়, সে চেষ্টা চালাবে চীন। সাইবার সন্ত্রাস রোধ, সাইবার হামলা ঠেকানোর প্রযুক্তি উন্নত করার পাশাপাশি সাইবার জগতে শান্তি বজায় রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।