দক্ষিণ কোরিয়ার আকাশে মার্কিন বোমারু বিমান
আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার আকাশে আজ (১১ জানুয়ারি) একটি মার্কিন বোমারু বিমান উড়তে দেখা গেছে। দূরপাল্লার এই বি-৫২ বিমান পরমাণু অস্ত্র বহনে সক্ষম বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। কূটনীতিকদের ব্যাখ্যা, উত্তর কোরিয়া সম্প্রতি যে পরীক্ষামূলক হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটিয়েছে, তারই প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র এই শক্তি প্রদর্শন করল।
সিউল থেকে ৭২ কিলোমিটার দক্ষিণে উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী ওসান বিমানঘাঁটির আকাশে আজ এই মার্কিন বোমারু বিমানটিকে উড়তে দেখা যায়। ওয়াশিংটনের দাবি, দক্ষিণ কোরিয়ার এফ-১৫ এবং আমেরিকার এফ-১৬ যুদ্ধবিমানের সঙ্গেই আজ মহড়ায় নামে বি-৫২। পরে তা ফিরে আসে দক্ষিণ কোরিয়ার গুয়াম বিমানঘাঁটিতে।
এর আগেও দক্ষিণ কোরিয়ার সঙ্গে গোপন যৌথ মহড়ায় বি-৫২ বিমান নামিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু জনসমক্ষে এই বোমারু বিমানের ব্যবহার এবারই প্রথম। এর আগে ২০১৩ সালে উত্তর কোরিয়া যখন তৃতীয় বার পরমাণু অস্ত্র পরীক্ষা চালায়, তখনও ওয়াশিংটন একইভাবে এই বিমান উড়িয়ে চোখ রাঙাতে চেয়েছিল।