সেলফি তুলতে সলীল সমাধী
আন্তর্জাতিক ডেস্ক : সেলফি তুলতে গিয়ে সমুদ্রের পানিতে ডুবে মারা গেছেন এক তরুণী। তাকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেছেন মাঝ বয়সী আরেক ব্যাক্তি। ঘটনাটি ঘটেছে ভারতের বান্দ্রা সমুদ্র সৈকতে।
পুলিশ জানিয়েছে, কলেজ ছুটি থাকায় গোবান্দির বাইগাঁওয়াড়ির তিন কিশোর-কিশোরী শনিবার বান্দ্রায় ঘুরতে এসেছিল। ভোরবেলা তারা চলে যায় সমুদ্র সৈকতে। সেখানে গিয়ে তারা সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। কাছাকাছি জল কম বলে তারা সমুদ্র সৈকত থেকে বেশ খানিকটা দূরে বড় একটা পাথরের চাঁইয়ের কাছে চলে যায়। তার ওপরে উঠে পড়ে ওই কিশোরী আর তার দুই বন্ধু নিজেদের সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। তাদের খেয়ালই ছিল না, বিশাল একটা ঢেউ পিছন থেকে ধেয়ে আসছে।
এক লহমার মধ্যেই সমুদ্রের বেশ উঁচু একটা ঢেউ এসে আছড়ে পড়ে ওই পাথরের চাঁইয়ের ওপর। প্রবল ঢেউ টেনে নিয়ে যায় ওই কিশোরী আর তার দুই বন্ধুকে। তাদের আর্ত চিৎকার শুনে সমুদ্রে ঝঁপিয়ে পড়েন রমেশ ভালুঞ্জে নামে এক স্থানীয় বাসিন্দা। তিনি স্নান করতে এসেছিলেন সমুদ্রে। বেশ কিছুটা সাঁতরে, ডুবে যাওয়া ওই পাথরের চাঁইয়ের কাছে পৌঁছে তিনি জলে হাবুডুবু খাওয়া দুই কিশোর-কিশোরী আঞ্জুম খান ও মুশতারিন খানকে উদ্ধার করেন। তাঁদের তিনি সৈকতে পৌঁছে দিয়ে ফের সাঁতরে ওই পাথরের চাঁইটির কাছে যাওয়ার চেষ্টা করেন তলিয়ে যাওয়া আরেক কিশোরীর হদিশ পাওয়ার জন্য। সেই সময় আরও বড় একটা ঢেউ এসে ভালুঞ্জেকেও টেনে নিয়ে যায়। তাঁরও আর হদিশ মেলেনি। তলিয়ে যাওয়া কিশোরীর নাম- তারানাম আনসারি। তার বয়স ১৮ বছর।