ওরাংওটাংদের স্কুল !
আন্তর্জাতিক ডেস্ক : মা-বাবাকে হারানো অনাথ ওরাংওটাংদের জঙ্গলে নিয়ে যাচ্ছেন ইন্দোনেশিয়ায় অবস্থিত ইন্টারন্যাশনাল অ্যানিম্যাল রেসকিউ দাতব্য সংস্থার এক কর্মী। উদ্দেশ্য জংলি শিক্ষায় শিক্ষিত করা। সেখানে তাদের জন্য রয়েছে স্কুল। ক্লাসের সিলেবাসও সেখানে রয়েছে।
কীভাবে গাছে ঝুলতে হয়, একগাছ থেকে লাফিয়ে কীভাবে অন্য গাছে যেতে হয়, কীভাবে দড়ি বেয়ে উঠা-নামা করতে হয় এসব শেখানো হয় ওই স্কুলে। বন্যপ্রাণীদের বন্য স্বভাব রপ্ত করাতে প্রত্যেক দিন ঠেলাগাড়িতে করে বনে নিয়ে যাওয়া হয় তাদের। ওই সংস্থা তাদের বসবাসের জন্য কেপটাং শহরে অভয়ারণ্য তৈরি করেছে।