আকাশে আবাদ !
আন্তর্জাতিক ডেস্ক : আকাশে আবাদ হবে শাক-সবজি। মাটি থেকে ১৮৭ মিটার উচ্চতায় শূন্যে এসব সবজি চাষ করা হবে। স্থান সংকুলান সমস্যা সমাধানে এ উদ্যোগ নিয়েছে চীন। এ জন্য তারা হংকংয়ের তাই পো জেলায় আকাশছোঁয়া স্বচ্ছ কাচে ঘেরা অনেক টাওয়ার বানিয়েছে। তাতে করা হয়েছে অনেক ফ্লোর। সেসব ফ্লোরে চাষ করা হবে সবজি, খাদ্যশস্য।
চীনে সাম্প্রতিক সময়ে শহর ও শিল্পের পরিমাণ বেড়ে গেছে। ফলে সেখানে সবজি বা খাদ্যশস্য চাষ করার জমি হয়েছে সংকুচিত। তারই পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় খাদ্য আধারের অন্যতম চীন। বিশ্বের মোট জনসংখ্যার শতকরা ২০ ভাগ মানুষের খাদ্য সরবরাহ দেয় এ দেশটি।
এখন সেখানে তার কৃষিজমির মাত্র শতকরা ১৫ ভাগ ব্যবহার করা হয় কৃষিকাজে। এমন অবস্থায় এগিয়ে এসেছে স্পেনভিত্তিক কৃষি প্রতিষ্ঠান জাপা। তারা বিশ্বাস করে, ডায়নামিক ভার্টিকেল নেটওয়ার্ক নামের এই মডেলের সাহায্যে এ সমস্যার অনেকখানি সমাধান করতে পারবে। এ প্রযুক্তিতে সুউচ্চ টাওয়ার নির্মাণ করে তার বিভিন্ন তলায় চাষ করা হবে সবজি ও খাদ্যশস্য।