২ টাকা কেজিতে চাল দেবে বামফ্রন্ট
আর্ন্তজাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের খসড়া ইশতেহারে বামফ্রন্ট জানিয়েছে,নির্বাচনে জিতলে প্রতি সপ্তাহে প্রতিটি গরিব পরিবারকে ২ টাকা কেজি দরে ৩৫ কেজি চাল অথবা আটা দেওয়া হবে।
বামফ্রন্টের ওই ইশতেহারে খাদ্য সুরক্ষা এবং সর্বজনীন রেশন ব্যবস্থার কথাও বেশ গুরুত্বের সাথে বলা হয়েছে। এছাড়াও কম দামে ডাল, চিনি, ভোজ্য তেল এবং কেরোসিন সরবরাহের কথা বলা হয়েছে।
এ ব্যাপারে জিনিউজ তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে, গরিবের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় আসতে চাই বামফ্রন্ট। ২০ বছরের বেশি সময় যারা শহরাঞ্চলে বাস করছেন, এমন গরিব পরিবারকে এক টাকার বিনিময়ে জমিতে ৯৯ বছরের লিজ দেওয়া হবে বলে জানানো হয়েছে ইশতেহারে।
এই খসড়া ইশতেহার বামফ্রন্ট তাদের দলীয় ওয়েবসাইটে প্রকাশ করেছে। সাধাররণ মানুষের মতামতের উপর ভিত্তি করে গ্রহণ-বর্জনের মাধ্যমে চূড়ান্ত ইশতেহার পকাশ করবে বামফ্রন্ট। 

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	