পাকিস্তানে হামলার দায় স্বীকার জামায়াত-আল-আহরার
- আর্ন্তজাতিক ডেস্ক :
পাকিস্তানের লাহোরে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে জামায়াত-আল-আহরার। জামায়াত-আল-আহরার তালেবান থেকে ভাগ হয়ে যাওয়া আরেকটি দল। সংবাদ : রাশিয়া টুডে।
এর আগে গতকাল রবিবার বিকেলে লাহোর শহরের দক্ষিণ-পশ্চিমে গুলশান-ই-ইকবাল নামের একটি বড় পার্কে এ হামলা চালানো হয়। ওই বোমা হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ জনে এবং আহত হন আরও ৩০০ জন। সংবাদ : বিবিসি।
এই হামলার দায় স্বীকার করে জামায়াত-আল-আহরারের মুখপাত্র এহসানউল্লাহ এহসান জানান, ‘আমরা হামলার দায় স্বীকার করছি। হামলার লক্ষ্য ছিল ইস্টার সানডে পালনকারী খ্রীষ্টান সম্প্রদায়। ভবিষ্যতেও এ ধরনের হামলা অব্যহত থাকবে।’ তিনি আরও জানান, ‘আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই যে, আমরা লাহোরে পৌঁছে গেছি। সে যা খুশি তাই করতে পারে। তবে আমাদের আটকাতে পারবে না। আমাদের আত্মঘাতী হামলাকারীরা হামলা চালাবেই।’
তালেবানরা পাকিস্তানে নিয়মিত হামলা চালায়। পাকিস্তান সেনাবাহিনী হামলাকারীদের খুঁজে বের করতে অভিযানে নেমেছে। পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, ‘আমাদের নিরপরাধ ভাইদের হত্যাকারীকে অবশ্যই আমরা খুঁজে বের করব। এ অসভ্যদের হাতে আমাদের জীবন ও স্বাধীনতাকে কখনোই ছেড়ে দেব না।’