ফিলিপাইনে ১৮জন সেনা নিহত
- আর্ন্তজাতিক ডেস্ক
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সহিংসতায় ১৮ জন সেনা এবং আবু সায়াফ দলের পাঁচজন জঙ্গি নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন মরক্কোর নাগরিকও আছেন।
ফিলিপাইনের আঞ্চলিক সেনাবাহিনীর মুখপাত্র মেজর ফিলম্যান ট্যান এ কথা বলেছেন। তিনি বলেন, বাসিলান প্রদেশে গতকাল শনিবার সংঘর্ষ চলাকালে চার সেনার শিরশ্ছেদ করা হয়। জঙ্গী সংগঠন আবু সায়াফের বিরুদ্ধে সেনা অভিযান চালানো হয়। আর তার প্রতিশোধ নিতেই এই ঘটনা ঘটিয়েছে সংঘটনটি।
এর আগে সায়াফের কাছে জিম্মি থাকা অবসরপ্রাপ্ত ইতালীয় যাজককে গত শুক্রবার মুক্ত করা হয়। আর তার পরেই এই সংঘর্ষের ঘটনা ঘটলো। সায়াফের জঙ্গি সংগঠনটি ১৯৯০ সালে গড়ে ওঠে। এটি একটি আল–কায়েদা সংশ্লিষ্ট সংগঠন।