বিদেশি শ্রমিক নিয়োগের ঘোষণা দেবে মালেয়েশিয়া
- আর্ন্তজাতিক ডেস্ক
মালয়েশিয়ায় উপ-প্রধানমন্ত্রী ড. আহমাদ জাহিদ হামিদি জানিয়েছেন, বিদেশি কর্মী নেয়ার বিষয়ে শিগগিরই ঘোষণা দেবে দেশটি। গতকাল বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমি এই ইস্যু নিয়ে বেশ উদ্বিগ্ন। আমাদেরই অভ্যন্তরে অনেক সমস্যা আছে। তাছাড়া বিদেশি শ্রমিক আমদানিকে কেন্দ্র করে সমস্যা বিভিন্ন খাতে প্রভাব ফেলছে। বিদেশি শ্রমিকদের জন্য দরজা খোলা রাখতে আমাদের দেশি নিয়োগকর্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে।’
জনাব আহমাদ জাহিদ হামিদি গত ১৯ ফেব্রুয়ারি বিদেশি শ্রমিক নেয়া স্থগিত রাখার ঘোষণা দেন। তখন তিনি বলেছিলেন, ‘কত শ্রমিক আমাদের প্রয়োজন সে বিষয়ে সন্তোষজনক তথ্য না পাওয়া পর্যন্ত বিদেশি কর্মী নেয়া স্থগিত থাকবে।’
বাংলাদেশি শ্রমিকদের জন্য বড় বাজার হলো মালেয়েশিয়া। দেশটিতে বর্তমানে প্রায় ছয় লাখ বাংলাদেশি বিভিন্ন কাজে নিয়োজিত আছেন। এরপর দীর্ঘদিন শ্রমিক নেয়া বন্ধ রাখে মালেয়েশিয়া। ২০১৩ সালে ‘জিটুজি’ পদ্ধতিতে প্ল্যান্টেশন (বনায়ন) খাতে বাংলাদেশ থেকে জনশক্তি নিতে শুরু করে মালয়েশিয়া। তখন সরকার ও বেসরকারি এজেন্টদের মধ্যে সমন্বয়হীনতা ও পরোক্ষ বাধার কারণে দেশের অনেকে বৈধভাবে যেতে না পেরে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করে। যে ঘটনা জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।