কৃষ্ণাঙ্গ ছাত্র নিয়ে বিতর্ক অস্ট্রেলিয়ায়
আন্তর্জাতিক ডেস্ক: তারা কৃষ্ণাঙ্গ। এটাই তাদের অপরাধ। সে কারণেই চোর সন্দেহে অ্যাপল স্টোর থেকে বের করে দেওয়া হয় তাদের। আব্দুলাহি, জেরেঙ্গ, মাবিওর-সহ ১৬ বছরের ছ’জন কৃষ্ণাঙ্গ ছাত্রকে মঙ্গলবার মেলবোর্নের অ্যাপল স্টোরে থেকে বের করে দেওয়া হয়। এই ঘটনার পর বর্ণ বৈষম্যের বিরুদ্ধে তোলপাড় শুরু হয়ে যায় সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে।
এই ছয় বন্ধু কলেজ শেষে মেলবোর্নের একটি অ্যাপল স্টোরে যায়। তারা সেখানে ঘুরে দেখছিল। কিন্তু সেখানে ঢোকার পর থেকেই অ্যাপল কর্মীরা তাদের অনুসরণ করতে শুরু করে। এর কিছু সময় পরে কয়েক জন কর্মী এসে তাদেরকে ঘিরে ফেলে এবং সেখান থেকে বের হয়ে যেতে বলেন। কেন তাদেরকে বের হয়ে যেতে হবে জানতে চায় ছাত্ররা। তাতে কর্মীদের স্পষ্ট উত্তর, তাদের দেখে এখান থেকে জিনিস চুরি হয়ে যাওয়ার ভয় পাচ্ছে সবাই। ওই ছাত্রদের দাবি, কৃষ্ণাঙ্গ বলেই তাদের চোর সন্দেহ করেন তারা।
এই ঘটনা ঘটার পরে অ্যাপলের মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেন, ‘ ঘটনার তদন্ত চলছে। জাতি-বর্ণ নির্বিশেষে অ্যাপল স্টোর সকলের জন্যই উন্মুক্ত।’