সিরিজ জিতলো বাংলাদেশর মেয়েরা
স্পোর্টস ডেস্ক: সফরকারী জিম্বাবুয়ে নারী দলের বিপক্ষে টোয়েন্টি২০ সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার সিরেজের দ্বিতীয় ও শেষ ম্যাচে অতিথিদের ৮ উইকেটে হারিয়েছে জাহানারা আলমের দল। প্রথম ম্যাচে তারা জয় পেয়েছিল ৩৫ রানে। ফলে ২ ম্যাচের এই সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশের নারী দল।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করে বাংলাদেশ। অধিনায়ক জাহানারার সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করে মাত্র ৮ রানেই জিম্বাবুয়ের ৩ উইকেট তুলে নেই বাংলাদেশের বোলাররা। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে সফরকারীরা। সঙ্গে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপরীতে খুব বেশি রান তুলতে পারেনি চিপো মুগেরির দল। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ৬৯ রান তুলতে সক্ষম হয়েছে তারা। বাংলাদেশের পক্ষে ৩টি উইকেট নিয়েছেন জাহানারা। এ ছাড়া ১টি করে উইকেট নিয়েছেন পান্না ঘোষ ও রুমানা আহমেদ।
৭০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে ৮.১ ওভার (৪৯ বল) হাতে রেখেই জয় পেয়েছে বাংলাদেশ। সর্বোচ্চ ২৮ রান করেছেন ওপেনার আয়েশা রহমান। ম্যাচ সেরা হয়েছেন জাহানারা আলম।