বাংলাদেশের প্রশংসায় ডাচ রানি
আন্তর্জাতিক ডেস্ক: অর্থনীতিতে বাংলাদেশের ‘বিস্ময়কর’ সাফল্যের প্রশংসা করেছেন নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা। বুধবার দি হেগে রাজকীয় প্রাসাদে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় এ প্রশংসা করেন ডাচ রানি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান- ডাচ রানি বাংলাদেশের শুধু প্রশংসা করেননি, এই সাফল্য কীভাবে অর্জিত হয়েছে তা জানার বিষয়ে তিনি তার আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের অগ্রগতির সব কৃতিত্ব জনগণের। কারণ, তারা সহিষ্ণু ও কঠোর পরিশ্রমী
বাংলাদেশ কিছুদিন আগেই নিন্ম মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে । অর্থনীতির সঙ্গে সামাজিক বিভিন্ন সূচকেও এগিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ মহাসচিবের বিশেষ উপদেষ্টা রানি ম্যাক্সিমা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন, তিনি বাংলাদেশের অভিজ্ঞতার আলোকে দারিদ্র্য বিমোচনের জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের বিষয়ে একটি আন্তর্জাতিক অভিযোজনমূলক কৌশল প্রণয়ন করতে যাচ্ছেন।
বুধবারে বৈঠকের সময় প্রধানমন্ত্রীর প্রেসসচিব ছাড়াও নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলালও সেখান উপস্থিত ছিলেন। রানির সাথ বৈঠকের আগে যে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে বাংলাদেশের নেতৃত্ব দেন শেখ হাসিনা এবং নেদারল্যান্ডের পক্ষে নেতৃত্ব দেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুট। তিন দিনের সফর শেষে বৃহস্পতিবার ডাচ ব্যবসায়ীদের নিয়ে একটি সেমিনারে বক্তব্য দেনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা।