নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, বেশ কয়েকজন সাবেক মন্ত্রীসহ সাত সরকারি কর্মকর্তার বিরুদ্ধে স্পেনের একটি আদালত নৌবহরে হামলায় ঘটনায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তারা যদি কখনো স্পেনে যান তাহলে গ্রেফতার হতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেডেন্ট।
২০১০ সালে গাজা উপত্যকায় পৌঁছানোর চেষ্টা করে স্পেনের একটি স্বেচ্ছাসেবক দল।ইসরায়েলি বাহিনী তাদের ওপর হামলা চালায় এবং তারা যুক্তি দেখায়, অবরোধ উপেক্ষা করে এই বহর অন্যায়ভাবে গাজায় প্রবেশের চেষ্টা করছিল।
দি ইনডিপেন্ডের প্রতিবেদনে বলা হয়, স্প্যানিশ ন্যাশনাল কোর্টের বিচারক হোসে দ্য লা মাতা নেতানিয়াহু, সাবেক মন্ত্রীসহ সাত ইসরায়েলি নাগরিক যদি কখনো স্পেনে প্রবেশ করেন, তাহলে তাদের বিরুদ্ধে করা ‘মাভি মারমারা শিপ’-এ হামলার মামলা পুনরায় চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন।
নেতানিয়াহু ছাড়া অভিযুক্ত অপর ছয়জন হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এলি ইশাই, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আভিগদর লেইবারম্যান, দফতর বিহীনমন্ত্রী বেনি বেগিন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক, সাবেক কৌশলগত সম্পর্ক বিষয়ক মন্ত্রী মোশে ইয়ালন ও ভাইস এডমিরাল ম্যারন এইলজার। ২০১০ সালে ম্যারনের নেতৃত্বেই স্বেচ্ছাসেবী নৌবহরে অভিযান পরিচালিত হয়।
ওই বহরে ৫০০ যাত্রী ছিলেন, যাদের সবাই স্বেচ্ছাসেবক। ইসরায়েলি বাহিনীর হামলায় তাদের মধ্যে নয়জনের মৃত্যু হয়। পরের মাসে মৃত্যু হয় অপর আরেক স্বেচ্ছাসেবকের।
তবে এ গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এমানুয়েল নাকশন স্থানীয় একটি সংবাদপত্রকে জানান, ‘এ ঘটনাকে প্ররোচণা বলেই মনে করছি। আমরা স্প্যানিশ কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি। পরোয়ানা প্রত্যাহার করতে চেষ্টা চালাচ্ছি। আমরাআশা করছে- খুব শিগগির এ পরিস্থিতির অবসান ঘটবে।’