আইএসকে ধ্বংস করে দেওয়া হবে : ওলাঁদ
আন্তর্জাতিক ডেস্ক: প্যারিসে সন্ত্রাসী হামলার পর মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিসংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) ধ্বংস করার জন্য ফ্রান্স প্রতিজ্ঞা করেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁদ। গতরাতে ফ্রান্সের পার্লামেন্টের উভয়কক্ষে দেওয়া এক ভাষণে তিনি একথা জানান।
দেশের নিরাপত্তার জন্য জরুরি অবস্থা আরো তিন মাস বাড়ানো এবং দুই হাজার অতিরিক্ত পুলিশ নিয়োগ দেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি। তিনি বলেন, ফ্রান্স আইএস-এর বিরুদ্ধে ইরাক এবং সিরিয়ায় বিমান হামলা আরো জোরদার করবে।
ওলাঁদ আরো বলেন, জরুরি অবস্থা জারি ছাড়া দেশে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় উপায়ের জন্য সংবিধানের সংশোধন করা প্রয়োজন। আইএস-এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানিয়েছেন তিনি।
তুরস্কে অনুষ্ঠিত জি-২০এর বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলো ইতিমধ্যে আইএস-এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ঘোষণা করেছেন। প্যারিসে হামলার পর সিরিয়ায় আইএসকে লক্ষ্য করে বিশাল আকারের বিমান হামলা রোববার থেকে শুরু করেছে ফ্রান্স। দেশ জুড়ে চালানো বিশেষ অভিযানে অর্ধশতাধিক লোককে গ্রেফতার করা হয়েছে। শতাধিক ব্যক্তিকে গৃহবন্দি করে রাখা হয়েছে।