প্যারিসে আবারও গোলাগুলি

প্যারিসে আবারও গোলাগুলি

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ হামলার পর সেখানে আবারও প্রচণ্ড গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার সকালে রাজধানীর শহরতলী সেন্ট ডেনিসে ওই গোলাগুলির ঘটনায় তিনজন সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছেন। সংবাদ: টেলিগ্রাফ।

টেলিগ্রাফ জানিয়েছে, সন্ত্রাসবিরোধী অভিযান চালাতে গেলে ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে পুলিশের তিন কর্মকর্তা আহত হন। তবে এ সংখ্যা বেশিও হতে পারে। টেলিগ্রাফ আরও জানিয়েছে, শুক্রবারে প্যারিসে হামলার মূল পরিকল্পনাকারি আবদেল হামিদ আবাউদকে গ্রেফতার করতে বুধবার ভোর থেকে সেন্ট ডেনিসে অভিযানে নামেন নিরাপত্তা কর্মকর্তা ও সেনা সদস্যরা।

এর আগে ফরাসি তদন্তকারী কর্মকর্তারা দাবি করেছিল, ২৭ বছর বয়সি আবাউদ মরক্কোর বংশোদ্ভূত বেলজিয়ামের নাগরিক। তিনি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের উপকণ্ঠ মোলেনবিকের এক মুদি ব্যবসায়ীর ছেলে এবং প্যারিস হামলার পরিকল্পনা ও অর্থায়ন করেন।

ফ্রান্সের নিউজভিত্তিক টিভি চ্যানেল বিএফএম টিভি জানিয়েছে, ঘটনাস্থলে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ফ্রান্সের কর্তৃপক্ষ এ ঘটনায় দুইজন নিহত হওয়ার কথা জানিয়েছে। পুলিশের এক স্নিপারের গুলিতে সন্দেহভাজন এক জঙ্গিকে হত্যা করা হয়। আর একজন নারী আত্মঘাতী বোমায় নিজেকে উড়িয়ে দেন। নিহত আরেকজনের ব্যপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এ সময় দুই থেকে তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

দেশটির বিচারমন্ত্রী ক্রিস্টিনা তাওবীরা বলেন, সেন্ট ডেনিসের অভিযান প্রায় শেষ পর্যায়ে। চরম উত্তেজনার মধ্যে উত্তর-প্যারিসে সেনা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। favicon

Sharing is caring!

Leave a Comment