প্যারিস হামলাকারী নিহত
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের রাজধানী শহরতলী সেন্ট ডেনিসে চালানো অভিযানে নিহত হয়েছেন প্যারিস হামলার ‘মূল হোতা’ আবদেলহামিদ আবাউদ। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট বুধবার এ তথ্য জানিয়েছে। তবে বিবিসি বলছে, ডেনিসে চালানো অভিযানে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত নয়। তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। ওই অভিযানে তিনজন নিহত ও বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ।
ফরাসি পুলিশ জানিয়েছে, আবদেলহামিদ আবাউদকে ধরতে ডেনিসের একটি ফ্ল্যাটে অভিযান চালানোর সময় অপ্রত্যাশিত প্রতিরোধের মুখে পড়েন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। নাম প্রকাশে অনিচ্ছুক ফ্রান্সের দুই গোয়েন্দা কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে জানান, সেন্ট ডেনিসে একটি বাসায় বুধবার অভিযান চালানোর সময় আবাউদ নিহত হন।
ফরাসি কৌসুলি ফ্রাঁসোয়া মলিন্স জানান, গ্রেফতারকৃত আট ব্যক্তির মধ্যে তিনি (আবাউদ) নেই। তবে ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত মৃতদেহগুলো পরীক্ষা করা হচ্ছে। কতজন নিহত হয়েছে তাও নিশ্চিত নয়। তবে দুইজনের মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত হওয়া গেছে। তিনি আরো জানান, আটক ব্যক্তিরা নতুন করে হামলা চালানোর জন্য সেখানে জড়ো হয়েছিলেন।
শুক্রবার প্যারিসের ছয়টি স্থানে চালানো হামলায় এ পর্যন্ত ১৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় চার শতাধিক। এ ঘটনার পরের দিন চরমপন্থি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার করেছিল। এরপরই ফ্রান্সসহ ইউরোপজুড়ে কঠোর তল্লাশি অভিযানে নামে পুলিশ। সংবাদ: বিবিসি।