তিউনিসিয়ায় জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ৩০ দিনের জন্য জরুরি অবস্থা জারি করেছে তিউনিসিয়া এবং রাজধানী তিউনিসে কারফিউ জারি করা হয়েছে । প্রেসিডেন্ট গার্ডের সদস্যদের বহন করা বাসে বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সংবাদ: বিবিসি।
বিবিসির প্রতিবেদনে ওই হামলায় অন্তত ১২ জন নিহত এবং ২০ জন আহত হওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে।
দেশটির সরকারি কর্মকর্তারা জানান, প্রেসিডেন্ট বেজি সাইদ এসেবসি হামলার পরই সারাদেশে ৩০ দিনের জরুরি এবং সেই সাথে রাজধানীতে কারফিউ জারি করেন। সরকারের পক্ষ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই জরুরি অবস্থা জারি থাকবে। তিউনিশিয়ার জাতীয় টেলিভিশনে দেওয়া ভাষণে বেজি সাইদ বলেন, তিউনিসিয়ার অবস্থান সবসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে আর এজন্য তিনি আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেন।