রাশিয়ার অনিরাপদ রাষ্ট্রের তালিকায় ভারত
আন্তর্জাতিক ডেস্ক: মিশর ও তুরস্কের পর এবার অনিরাপদ দেশ হিসেবে ভারতকে কালো তালিকাভুক্ত করেছে রাশিয়া। ভ্রমণের জন্য নিরাপদ গন্তব্য হিসেবে রুশ পর্যটকদের জন্য রাশিয়ার সুপারিশকৃত দেশগুলোর তালিকা থেকে ভারত বাদ পড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ভারতের অন্যতম উল্লেখযোগ্য উপকূলীয় পর্যটন কেন্দ্র গোয়ায় অবস্থিত রুশ তথ্যকেন্দ্র শনিবার এক বিবৃতির মাধ্যমে রাশিয়ার সংশোধিত ভ্রমণ বিষয়ক উপদেশ বিবরণীর কথা জানিয়েছে। সবমিলিয়ে গোয়ার পর্যটনশিল্প বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়েছে।
গত মাসে মিশরের শারম আল-শেখ পর্যটন কেন্দ্র থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গগামী একটি রুশ যাত্রীবাহী বিমান সিনাই উপদ্বীপে বিধ্বস্ত হলে রুশ রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিন মিশরের উদ্দেশ্যে রাশিয়া থেকে নির্ধারিত সকল ফ্লাইট বাতিল করেন। এরপর সিরিয়ায় জঙ্গিবিরোধী অভিযানে অংশ নেওয়া রুশ যুদ্ধবিমান তুরস্কের ক্ষেপণাস্ত্র হামলায় সিরীয় সীমান্তে ভূপাতিত হওয়ায় অবকাশযাপনে তুরস্কগামী রুশ নাগরিকদের যাত্রাও বাতিল করেন তিনি।
বর্তমানে নিরাপদ গন্তব্যস্থল হিসেবে রাশিয়ার তালিকায় রয়েছে কিউবা, দক্ষিণ ভিয়েতনাম ও দক্ষিণ চীনসহ বিভিন্ন দেশ।