মসজিদ বন্ধ করে দেবে ফ্রান্স
আন্তর্জাতিক ডেস্ক: অবৈধভাবে পরিচালনা ও উগ্রপন্থা ছড়ানোর অভিযোগে ১০০ থেকে ১৬০টির মতো মসজিদের কার্যক্রম বন্ধ করে দিতে পারে ফ্রান্স। সংবাদ: আলজাজিরা।
হাসান আল আলাউয়ি নামের এক ইমামের বরাত দিয়ে আলজাজিরা জানায়, ফ্রান্সের রাজধানী প্যারিসের ছয়টি স্থানে সন্ত্রাসী হামলার পর তিনটি মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। ওই ইমাম জানান, ‘প্রশাসনের সঙ্গে আমাদের যে আলোচনা হয়েছে, তাতে মনে হচ্ছে ১০০ থেকে ১৬০টি মসজিদ বন্ধ করা হতে পারে। কারণ, মসজিদগুলো নিবন্ধন ছাড়াই চলছে এবং মসজিদগুলো বিদ্বেষ কিংবা তাকফিরি (সুন্নি মুসলমানদের একটা অংশ) চিন্তা ছড়ায়।’
প্যারিস হামলায় অংশগ্রহণকারীদের নিয়ে ওই ইমাম বলেন, সন্ত্রাসীরা ধর্মের পোশাকে তাদের তৎপরতা চালায়।