বন্যায় বিপর্যস্ত যুক্তরাজ্য
আন্তর্জাতিক ডেস্ক : কয়েক দিনের টানা বৃষ্টিতে যুক্তরাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রবল বন্যা দেখা দিয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে এক ব্যাক্তির। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে শত শত বাড়ি। জরুরি ত্রাণকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন টুইটারে বলেছেন, দুর্গত ব্যক্তিদের উদ্ধারে সেনাসদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশ বন্যার্ত লোকজনকে সরিয়ে নিতে কোস্টগার্ডের প্রতি আহ্বান জানিয়েছে।
দেশটির পরিবেশবিষয়ক মন্ত্রী এলিজাবেথ ট্রুস বলেন, ‘সরকারি কমিটি দ্রুত বন্যা পরিস্থিতি বিচার করে দুর্গতদের মধ্যে সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।’
সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাজ্যে ভয়াবহ কয়েকটি বন্যা হয়েছে। ২০১৪ সালে দেশটির দক্ষিণাঞ্চলে হয়। কয়েক সপ্তাহ ছিল এই বন্যা। ২০০৫ ও ২০০৯ সালে উত্তর-পশ্চিমাঞ্চলে ব্যাপক বন্যা হয়।