টাইমের চোখে বর্ষসেরা মারকেল
আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের বাস্তুহারা শরণার্থীদের জন্য নিজ দেশের সীমান্তের দরজা খুলে দেওয়া, ইউরোপের ঋণ সঙ্কট এবং ইউক্রেন-রাশিয়া উত্তেজনা প্রশমনে দক্ষ নেতৃত্বের কারণে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টাইম সাময়িকীর বিবেচনায় এবার বর্ষসেরা ব্যক্তিত্ব হয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল।
আজ (০৯ ডিসেম্বর) সাময়িকীটির বিচার পরিষদ মেরকেলকে বর্ষসেরা ব্যক্তিত্ব খেতাব দেওয়ার এ ঘোষণা দেয়।
টাইমের ব্যবস্থাপনা সম্পাদক ন্যান্সি গিবস এ বিষয়ে বলেন, ২০১৫ সালে সীমান্ত খুলে দিয়ে লাখো শরণার্থীকে আশ্রয় দেওয়া, ইউরোপের ঋণ সঙ্কট ও ইউক্রেন-রাশিয়া ইস্যুতে ইউরোপীয় নেতা হিসেবে দক্ষ নেতৃত্ব তাকে এ সম্মান এনে দিয়েছে।
গত বছর টাইমের বিবেচনায় বর্ষসেরা ব্যক্তিত্বের খেতাব পেয়েছিলেন পশ্চিম আফ্রিকার ইবোলা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা সাহসী যোদ্ধারা। সংবাদ : টাইম।