ইউক্রেনের পার্লামেন্টে সাংসদদের হাতাহাতি
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পার্লামেন্টে অধিবেশনের সময় দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পক্ষের সংসদ সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
প্রধানমন্ত্রী আর্সেনেই ইয়াৎসেনিউক অধিবেশনে বক্তব্য দেয়ার সময় রাষ্ট্রপতি পক্ষের এক সাংসদ তাকে জোর করে মঞ্চের বাইরে তুলে আনেন। তবে হাতাহাতি থেমে যাবার পর, দু’দলের পক্ষ থেকেই ক্ষমা চাওয়া হয়েছে।
গতকাল ইউক্রেনের পার্লামেন্টে দেশটির প্রধানমন্ত্রী যখন তার সরকারের সাফল্য তুলে ধরে বক্তব্য দিচ্ছিলেন তখন হঠাৎ করেই একজন সাংসদকে দেখা গেল ফুলের তোড়া নিয়ে এগিয়ে যেতে। তোড়াটি প্রধানমন্ত্রীর হাতে দেয়ার পর আচমকাই তাকে পাঁজাকোলে করে মঞ্চের বাইরে নিয়ে আসেন প্রেসিডেন্ট পক্ষের ঐ সাংসদ।
এরপরই শুরু হয়ে যায় তুমুল হট্টগোল আর মারামারি। পরিস্থিতি শান্ত হলে প্রধানমন্ত্রী আবারো বক্তব্য দেন। তিনি বলেন, গত বিশ বছরে যেসব পদক্ষেপ কেউ নেয়নি সেগুলো আমি নিয়েছি দেশের স্বার্থে। আমি এখানে আমার নিজের জনপ্রিয়তা যাচাই করতে আসিনি। দেশের সংস্কারের জন্য এসেছি। আপনাদের সাংবাধিনক ক্ষমতা আছে ভোটের মাধ্যমে আমার মন্ত্রিসভার অপসারণের। ভোটাভুটি করুন আপনারা, আমি ফলাফল মেনে নেব।’
পার্লামেন্টের ভেতরে যখন হট্টগোল তখন প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করে শতশত মানুষ। গত বছর রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টোর ইয়ানুকোভিচের পতনের পর পশ্চিমাপন্থী ইয়াৎসেনিউক প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। তবে তার সমর্থন নাটকীয়ভাবে কমে গেছে এ বছর।