ইসরাইল-তুরস্ক চুক্তি?
আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইল ও তুরস্ক নিজেদের সম্পর্ক স্বাভাবিক করতে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে। ইসরাইলি কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ (১৮ ডিসেম্বর) বিবিসি এ খবর জানায়।
২০১০ সালে গাজামুখী একটি তুর্কি নৌবহরে ইসরাইলি নৌসেনাদের অভিযানে ১০ জন তুরস্কের নাগরিক নিহত হয়। এরপর থেকে দুই দেশের সম্পর্কে শীতলতা চলছে। এ চুক্তিতে ইসরাইল, নিহত তুর্কি নাগরিকদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেবে এবং তুরস্ক ইসরাইলের বিরুদ্ধে সব অভিযোগ তুলে নিবে বলে জানায় বিবিসি।
তবে, আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই বিষয়টি নিশ্চিত করেনি। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে, নতুন করে রাষ্ট্রদূত বিনিময় ও ইসরাইল থেকে তুরস্ক পর্যন্ত গ্যাস-লাইন স্থাপনে আলোচনা হয়। রুশ বিমান ভূপাতিত করাকে ঘিরে তুরস্কের অন্যতম গ্যাস সরবরাহকারী দেশটির সঙ্গে আঙ্কারার বৈরিতা চলছে।