আত্মহত্যার চেষ্টারত যুবকের জীবনের ত্রাণকর্তা হয়ে এলেন তুর্কী প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক : ব্রিজ থেকে লাফিয়ে আত্মহত্যা করতে যাওয়া এক যুবকের প্রাণ বাঁচালেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। শুক্রবার দুপুরে জুম্মার নামাজের ঠিক পরে ইস্তাম্বুলের বসফরাস প্রণালির সেতুর উপর এই অবিশ্বাস্য ঘটনা ঘটে।
মানসিক ও পারিবারিক অশান্তি থেকে মুক্তি পেতে সেতু থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন তুরস্কের এক আশাহত যুবক। সে সময় দেশটির প্রেসিডেন্ট স্বয়ং স্থানীয় উসকদার মসজিদে জুমা নামায শেষে এশিয়া ও ইউরোপের মধ্যে সংযোগ স্থাপনকারী ঐতিহাসিক বসফরাস প্রণালি পার হচ্ছিলেন। প্রেসিডেন্ট এরদোয়ান সেতুর রেলিংয়ের বাইরে ঝুলে থাকা ঐ ব্যক্তিকে দেখে ফেলেন। তিনি দ্রুত ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের নির্দেশ দেন ঐ যুবককে থামাতে।
তুরস্ক প্রেসিডেন্ট কার্যালয়ের বরাতে বার্তা সংস্থা এপি জানিয়েছে, নিরাপত্তাকর্মীদের কথা প্রথমে অবিশ্বাস করলেও শেষ পর্যন্ত প্রেসিডেন্টের গাড়িবহর দেখে সত্যিটা বুঝতে পারেন তিনি। কর্মীদের সহযোগিতায় সেতুর রেলিং থেকে নেমে আসেন। প্রেসিডেন্টের কাছে এসে তাঁর হাতে চুমুও খান। প্রেসিডেন্ট এরদোগান ওই যুকবকে সাহায্য সহযোগিতা করারও প্রতিশ্রুতি দিয়েছেন।
এই ঘটনার ভিডিওচিত্র দেশটির টেলিভিশন চ্যানেলে প্রচার করা হয়। সংবাদ: এপি, গার্ডিয়ান।