আমুর – তিমুরের বন্ধুত্ব !
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার একটি চিড়িয়াখানায় এক বাঘ ও এক ছাগলের মধ্যে বিস্ময়করভাবে বন্ধুত্ব গড়ে উঠেছে। আমুর ও তিমুর নামের এই দুই প্রাণী চিড়িয়াখানার বিভিন্ন স্থানে একসঙ্গেই ঘুরে বেড়ায়। একসাথে ঘুমায়। চিড়িয়াখানায় আসা দশনার্থীরা অনেকেই ভক্ত হয়ে গেছেন তাদের। শুধু তাই নয়, ওয়েবক্যামের মাধ্যমে দর্শনার্থীরা সরাসরি দেখছেন এই বিরল বন্ধুত্বের দৈনিক কর্মকাণ্ড। এই দুজনের নামে ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে খোলা হয়েছে অ্যাকাউন্ট। সংবাদ : বিবিসি।
প্রায় এক মাস আগে রাশিয়ার একটি সাফারি পার্কে আমুর নামের একটি বাঘকে খাবার হিসেবে দেওয়া হয়েছিল একটি জীবন্ত ছাগল। কিন্তু ওই ছাগলকে না খেয়ে বাঘটি তার সঙ্গে বন্ধুত্ব পেতে বসেছে। এখন আমুর নামের ওই বাঘ ও তিমুর নামের ওই ছাগলটি পরস্পরের সবচেয়ে কাছের বন্ধু। এমনকি বন্ধু ছাগলের জন্য নিজের ঘুমানোর জায়গাটিও ছেড়ে দিয়েছে বাঘটি।
চিড়িয়াখানার পরিচালক দিমিত্রি মেজেনস্তেভের বলেন, প্রায় তিন বছর ধরে আমুর এই চিড়িয়াখানায় আছে। সপ্তাহে দুইদিন তাকে ছাগল খেতে দিতে হতো। আমরা একদিন তাকে তিমুর নামের ওই ছাগলকে খেতে দিই। কিন্তু চারদিন পর দেখি বাঘটি তিমুরকে খায়নি। এটা খুবই বিস্ময়কর একটা ঘটনা। তিনি আরও বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছে এদেরকে আলাদা করবোনা, একসাথেই রাখবো।এদের সম্পর্ক দেখে মানুষেরও শেখার কিছু রয়েছে। বিশ্বে যেসব যুদ্ধ হানাহানি চলছে, মানুষ যদি মানবিক হতে শেখে তাহলে নিরীহ প্রাণগুলো বেঁচে যেত।