পর্তুগালে ‘স্রষ্টার হাত’?
আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালের মাদেইরা দ্বীপের আকাশজুড়ে এক ধরনের মেঘ দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীরা এই মেঘের নাম দিয়েছেন ‘স্রষ্টার হাত’। সংবাদ : দি ইনডিপেনডেন্ট।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট জানিয়েছে, গত বুধবার সকালে মাদেইরার আকাশে এই ধরনের মেঘ দেখতে পাওয়া যায়। এই আগুন রঙা মেঘ দেখে হঠাৎই হকচকিয়ে যান দ্বীপবাসী। আর অদ্ভুত এই মেঘের ছবি প্রকাশ্যে আসার পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তবে কীভাবে এই ধরনের মেঘ তৈরি হলো তার উত্তর কিছুতেই খুঁজে বের করতে পারেন বিজ্ঞানীরা।