শরণার্থীর পায়ে চুমু খেলেন পোপ
- আন্তর্জাতিক ডেস্ক
ব্রাসেলসে ভয়াবহ জঙ্গি হামলার পর বিশ্বজুড়ে মুসলমান ও শরণার্থীবিরোধী মনোভাব কাটাতে এক অভিনব উদ্যোগ নিয়েছেন খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। গতকাল (২৪ মার্চ) মুসলমান, হিন্দু ও ক্যাথলিক শরণার্থীদের নিজের হাতে পা ধুইয়ে চুমু খেলেন পোপ। সংবাদ : রয়টার্স।
রয়টার্স জানিয়েছে, ইতালির রোমের ক্যাসেলনুভো ডি পোর্টে একটি শরণার্থী কেন্দ্র পরিদর্শন করেন পোপ। সেখানেই তিনি ইস্টারের ঐতিহ্যবাহী পা ধোয়া উৎসব উদযাপন উপলক্ষে মুসলিম, হিন্দু ও ক্যাথলিক শরণার্থীদের পা ধুয়ে দেন। তারপর পা মুছিয়ে তাদের পায়ে চুমু খান। এরপর শরণার্থীদের সঙ্গে আলাদা করে কথা বলেন, সেলফিও তোলেন তিনি।
ব্রাসেলস হামলার পর যখন শরণার্থী ও মুসলিম বিদ্বেষ তীব্র আকার ধারণ করেছে, ঠিক সে সময়ই পোপ শরণার্থীদের প্রতি নিজের ভালোবাসা দেখিয়ে সবাইকে ভ্রাতৃত্বের আহ্বান জানালেন।