আইস্টাইনকে হার মানালো যে বালক
- তৌহিদুর রহমান
লন্ডনের ‘বিস্ময়বালক’ অওম আমিন। সম্প্রতি বুদ্ধিমত্তার সূচক নির্ধারণকারী আইকিউ পরীক্ষায় সারা বিশ্বকে চমকে দিয়েছে এই বালক। আমিন পেছনে ফেলেছে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনে এবং স্টিফেন হকিংকে। কারণ সে আইকিউ টেস্টে তাদের চেয়েও্ দুই পয়েন্ট বেশি পেয়েছে। সংবাদ : বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, মেনসা নামের সংগঠন এই আইকিউ পরীক্ষা নিয়ে থাকে। সম্প্রতি সংগঠনটি জানায়, মেনসার পরীক্ষায় আমিনের স্কোর ছিল ১৬২। আর তা পদার্থবিদ আইনস্টাইন ও হকিংয়ের স্কোরের চেয়ে দুই পয়েন্ট বেশি। তাই সংগঠনটি জানায়, বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান এক শতাংশ মানুষের একজন অওম আমিন।
আমিন বিবিসিকে এক সাক্ষাৎকারে জানায়, ‘আমি এই দুজন বিজ্ঞানীর থেকে বুদ্ধিমান নই। আইকিউ পরীক্ষায় আমি বেশি নম্বর পেয়েছি। তবে তারা অসাধারণ প্রতিভার অধিকারি। আমি তাদের মতো হতে চাই।’
আমিন ভারতের গুজরাটের ছেলে। নয় বছর আগে সে তার পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে যায়। তার বাবার নাম কার্তিক আমিন। আমিনের বাবা একটি রেল সংস্থায় কাজ করেন।
ছেলের প্রতিভা প্রসঙ্গে তার বাবা বিবিসিকে জানান, ‘ওর জানার আগ্রহ অনেক বেশি। সে সব বিষয়েই জানতে চায়। আর এজন্য হয়তো সব বিষয়েই তার সমান দখল।’