নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে বহিষ্কার
- আর্ন্তজাতিক ডেস্ক
পানামা পেপারস নিয়ে উত্তপ্ত এখন নিউজিল্যান্ড। এ নিয়ে বিতর্ক শুরু হয়েঠে দেশটির পার্লামেন্টে। আর এ কারণেই একপর্যায়ে দেশটির প্রধানমন্ত্রী জন কিকে পার্লামেন্ট থেকে বের করে দিয়েছেন স্পিকার ডেভিড কাটার। গতকাল বুধবার এ ঘটনা ঘটে।
নিউজিল্যান্ডের স্পিকার ডেভিড কার্টার বলেন, তিনি তাকে অনেকবার সতর্ক করেন, তবে সেদিকে কোনো রকম কর্ণপাত করেননি জন কি। স্পিকার আরো বলেন, প্রধানমন্ত্রী বলে তিনি পার্লামেন্টে অন্যদের তুলনায় বেশি সুবিধা পাবেন, এমনটা হবে না।
তবে জন কিকে পার্লামেন্ট থেকে বের করে দেওয়ার ঘটনা এবারই প্রথম নয়। এর ডখন তিনি এমপি ছিলেন তখনও তাকে তিনবার বের করে দেওয়া হয়েছিল।
বর্তমান বিশ্বের একটি আলোচিত বিষয় পানামা পেপারস। পানামা পেপারসে ফাঁস করা তথ্যের ওপর ভিত্তি করে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, কর ফাঁকির অন্যতম স্বর্গরাজ্য নিউজিল্যান্ড। বিশেষ করে লাতিন আমেরিকার বিত্তবানেরা বিশ্বজুড়ে তাঁদের তহবিল ব্যবস্থাপনার ক্ষেত্রে এই দেশটিকেই চ্যানেল হিসেবে ব্যবহার করে। কাগুজে কোম্পানি ও ট্রাস্টগুলোর অন্যতম কেন্দ্র এই দেশ।
সূত্র : বিবিসি।