জাতিসংঘে আইএস বিরোধী অভিযান পাস
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামিক স্টেটকে (আইএস) দমনে এক হয়ে আক্রমণ চালাতে ফ্রান্সের দেওয়া প্রস্তাবটিতে সম্মতি দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। গতকাল শুক্রবার ফ্রান্স নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি এনেছিল এবং তা যা সর্বসম্মতিক্রমে নিরাপত্তা পরিষদে পাস হয়েছে। সংবাদ: বিবিসি।
বিবিসির খবরে বলা হয়, নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোকে সিরিয়া ও ইরাকে আইএসের শক্ত ঘাঁটিগুলো ধ্বংসের জন্য আক্রমণ কয়েক গুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এজন্য যা যা করা প্রয়োজন, তা করার কথাও বলা হয়েছে। গত সপ্তাহে ফ্রান্সে প্যারিসের সাত স্থানে বন্দুকধারীদের হামলায় ১২৯ জন নিহত ও শতাধিক আহত হবার পর ফ্রান্স প্রস্তাবিত খসড়া প্রস্তাব জাতিসংঘে গৃহীত হয়।