খ্রিস্টান-মুসলিম ভাই ভাই : পোপ ফ্রান্সিস
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের একটি মসজিদে গিয়ে নামাজ পড়তে আসা মুসলিমদের উদ্দেশে রোমান ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস বলেছেন, খ্রিস্টান-মুসলিমরা ভাই-ভাই।
দেশটির খ্রিস্টান-মুসলিমদের মধ্যে তিন বছর ধরে চলা সহিংসতার পর রাজধানী বানগুইতে আশ্রয় নেওয়া মুসলিমদের দেখতে সোমবার সেখানে যান পোপ। বিবিসির প্রতিনিধিরা জানিয়েছেন, আফ্রিকা সফরের মধ্যে মসজিদ পরিদর্শনই পোপের সম্ভবত কঠিন কাজের একটি। এরপর বানগুইতে একটি সমাবেশে অংশ নেন পোপ ফ্রান্সিস।
নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে সংঘর্ষে এ পর্যন্ত ১০ হাজারের বেশি মুসলিম রাজধানী বানগুই ছেড়ে পালিয়েছেন। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, পোপ মসজিদ পরিদর্শন করায় এর ইমাম তিদিয়ানি মুসা নবী তাকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, এটা একটি নিদর্শন যা সবাই বুঝতে পেরেছেন।
বানগুইতে গণজমায়েতে উপস্থিত লোকদের উদ্দেশে পোপ বলেন, ‘অস্ত্রের পরিবর্তে আপনাদের বিচার, ভালোবাসা, ক্ষমা ও সত্যিকারের শান্তির দিকে যাওয়া উচিত।’ আগামী নির্বাচনে দেশটিতে নতুন অধ্যায়ের সূচনা হবে বলে আশা প্রকাশ করেন এ ধর্মীয় নেতা। চলতি মাস থেকে আফ্রিকার বেশ কয়েকটি দেশ সফর করেন পোপ্। সংবাদ: বিবিসি।