পরিবেশ বাঁচাতে ঐক্যবদ্ধ পৃথিবী

পরিবেশ বাঁচাতে ঐক্যবদ্ধ পৃথিবী

আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সম্মতি দিয়ে প্যারিস জলবায়ু সম্মেলনে চুক্তি হয়েছে।

২১তম কনফারেন্স অব পার্টিজ বা কপ-২১ এ গতকাল (১২ ডিসেম্বর) প্রায় দুইশ দেশের প্রতিনিধি এই চুক্তিতে সম্মতি দেন। এই চুক্তির মাধ্যমে সব দেশ প্রথমবারের মতো কার্বন নিঃসরণ কমিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ হলো বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

দুই সপ্তাহ ধরে আলোচনার পর জাতিসংঘ জলবায়ু সম্মেলনের সভাপতি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ল্যরঁ ফাবিউস গতকাল সম্মেলনে প্রতিনিধিদের সামনে চুক্তির খসড়া উপস্থাপন করেন। চুক্তিতে কিছু বিষয় মেনে চলতে বাধ্যবাধকতা এবং কিছু বিষয়ের ক্ষেত্রে নমনীয়তা থাকছে বলে এতে বলা হয়।

চুক্তি অনুযায়ী ২০২০ সাল থেকে কার্বন নিঃসরণের লাগাম টানবে দেশগুলো। এই চুক্তিকে জীবাশ্ম জ্বালানিভিত্তিক অর্থনীতিকে কয়েক দশকের মধ্যে রূপান্তরের জন্য ‘ঐতিহাসিক’ পদক্ষেপ হিসেবে অভিহিত করছেন অনেকে।

চুক্তির চূড়ান্ত খসড়া উপস্থাপন করে ফাবিউস বলেছিলেন,  এটা ‘ন্যায়সঙ্গত’, আইনি বাধ্যবাধকতামূলক এবং এতে বৈশ্বিক উষ্ণায়নের সীমা ২ ডিগ্রি সেলসিয়াসের ‘বেশ কম’ বেঁধে দেওয়ার কথা বলা হয়েছে।

উন্নয়নশীল দেশগুলোকে সহায়তার জন্য ধনী দেশগুলোকে ২০২০ সালের পর থেকে প্রতিবছর ১০ হাজার কোটি ডলার দেওয়ার কথা বলা হয়েছে এতে। এছাড়া গ্রিন হাউস গ্যাস নির্গমন কমাতে বিভিন্ন দেশের প্রতিশ্রুতি ঠিকমত পালন হচ্ছে কি না পাঁচ বছর অন্তর তা পর্যালোচনার বিধান থাকছে।

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির লাগাম টানতে কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাতে জাতিসংঘের আয়োজনে গত ৩০ নভেম্বর জলবায়ু সম্মেলন শুরু হয়। এই সম্মেলন শুক্রবার শেষ হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তের আলোচনায় চুক্তির আশা টিকে থাকায় গতকালও বৈঠক চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়।

ছয় বছর আগে কোপেনহেগেনে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনেও একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন বিশ্ব নেতারা।favicon5

Sharing is caring!

Leave a Comment