হাসান রুহানির সম্মানে নগ্নমূর্তি ঢেকে দিল ইতালি
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি সম্মানে জাদুঘরে থাকা নগ্নমূর্তিগুলো ঢেকে দিয়েছে ইতালি সরকার। গতকাল (২৬ জানুয়ারি) ইতালিতে পদার্পণের পর রোমের বিখ্যাত ক্যাপিতোলাইন জাদুঘরে যান রুহানি। সেখানকার একটি কক্ষে ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজির সঙ্গে বৈঠক করেন তিনি। এর আগেই রুহানির সম্মানে জাদুঘরে থাকা নগ্নমূর্তিগুলো ঢেকে দেওয়া হয়। এমনকি কূটনৈতিক রীতি অনুযায়ী, মদ পরিবেশন থেকেও বিরত থাকে ইতালি। সংবাদ : সিএনএন।
সিএনএন-এর খবরে বলা হয়, মূর্তি ঢেকে দেওয়ায় ইরানের প্রেসিডেন্ট নিজেকে সম্মানিত মনে করতে পারেন। কিন্তু এতে বেজায় চটেছে ইতালির নাগরিকদের একটি অংশ। প্রতিবাদে তাঁরা ‘স্ট্যাচুন্যুড’ হ্যাশট্যাগ ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রতিবাদ জানিয়েছেন।