আমিরের মন্তব্য অমূলক : বিজেপি
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে চলমান ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান টুইটারে জানিয়েছিলেন, ‘কিছু ঘটনার কারণে তিনি শঙ্কিত।’ তিনি আরও টুইট করেন, তাঁর স্ত্রী কিরণ রাও সন্তানদের নিরাপত্তা নিয়ে ভীত হয়ে পড়েছেন। সন্তানদের নিরাপত্তার প্রয়োজনে কিরণ তাঁকে দেশ ছাড়তেও বলেছেন।’
আমির খানের এ মন্তব্যকে ‘অমূলক’ উল্লেখ করে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি জানিয়েছে, ‘আমির খান ভারতে নিরাপদ, তাঁর মন্তব্য ভক্তদের জন্য অবমাননাকর এবং অমূলক।’
এ বিষয়ে ভারতের সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী মুখতার আব্বাস নাকভি বলেছেন, ‘আমরা আমিরকে দেশত্যাগ করতে দেব না, তিনি এখানে নিরাপদ। তাঁর (আমির খান) এ ধরনের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য তাঁর ভক্তদের জন্য অমর্যাদাকর।’ দেশটির আরেক মন্ত্রী কিরণ রিজিজু এ প্রসঙ্গে বলেছেন, ‘এ ধরনের বিবৃতি অমূলক। বিজেপি ক্ষমতায় আসার পর থেকে সাম্প্রদায়িক দাঙ্গায় মৃত মানুষের সংখ্যা দিন দিন কমে আসছে।’
এর আগে গতকাল সোমবার রামনাথ গোয়েঙ্কা এক্সেলেন্স ইন জার্নালিজম পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমির খান বলেছিলেন, ‘বাড়িতে এই বিষয়টি নিয়ে আমি যখন কিরণের সঙ্গে কথা বলি, সে আমাকে বলছিল, তাহলে কী আমাদের এখন দেশ ছেড়ে চলে যাওয়া উচিত?’
বলিউডের আরেক অভিনেতা অনুপম খেরও আমির খানের এমন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, ‘প্রিয় আমির খান, তুমি কিরণকে জিজ্ঞেস করেছ সে কোন দেশে যেতে চায়? তুমি তাঁকে বলেছ যে এ দেশই তোমাকে আমির খান বানিয়েছে?’
এদিকে অরবিন্দ কেজরিওয়াল আমির খানের পক্ষ নিয়ে এর আগে টুইটারে লেখেন, ‘বিজেপির উচিত ভয় দেখিয়ে বাকস্বাধীনতা হরণ বন্ধ করা। দেশের নাগরিকদের আশ্বস্ত করতে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ নেওয়ার এটাই সময়।’