সম্পদের হিসাবে প্রথম যুক্তরাষ্ট্র ; তারপর চীন ও জাপান
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব মোড়ল হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য সবসময় বেশি। সম্পদের হিসাবে বিশ্বের সবচেয়ে ধনী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। এমন তথ্য উঠে এসেছে দক্ষিণ আফ্রিকাভিত্তিক সম্পদ গবেষণাপ্রতিষ্ঠান নিউ ওয়ার্ল্ড ওয়েলথের ‘ডব্লিউ২০: বিশ্বের শীর্ষ ২০ সম্পদশালী দেশ’ শীর্ষক একটি ক্রমতালিকায় ।
একটি দেশে বসবাসকারী সব নাগরিকের মোট সম্পদের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। নগদ অর্থের পাশাপাশি স্থাবর-অস্থাবর সম্পত্তি, বিনিয়োগ, ব্যবসার লভ্যাংশ—এ সবকিছুই র্যাঙ্কিং তৈরিতে বিবেচনা করা হয়েছে।
তালিকাটি বিশ্লেষণ করে দেখা গেছে, মার্কিন নাগরিকদের মোট সম্পদের পরিমাণ ৪৮ হাজার ৭৩৪ বিলিয়ন ডলার বা ৪৮ লাখ ৭৩ হাজার ৪০০ কোটি ডলার। এ হিসাবে যুক্তরাষ্ট্রের ধারে-কাছে নেই অন্য কোনো দেশ। দ্বিতীয় স্থানে থাকা চীনের নাগরিকদের মোট সম্পদের পরিমাণ ১৭ হাজার ২৫৪ বিলিয়ন ডলার, যা যুক্তরাষ্ট্রের তুলনায় প্রায় তিন গুণ কম। র্যাঙ্কিংয়ে তৃতীয় জাপানের নাগরিকদের মোট সম্পদ ১৫ হাজার ২৩০ বিলিয়ন ডলার।
তালিকায় শীর্ষ ১০ দেশের মধ্যে আছে জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, কানাডা, অস্ট্রেলিয়া ও ভারত। ১০ নম্বরে থাকা ভারতের নাগরিকদের মোট সম্পদের পরিমাণ ৩ হাজার ৪৯২ বিলিয়ন ডলার।
শীর্ষ ২০ দেশের এ তালিকায় আরও আছে এশিয়ার দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া। ১৩ নম্বরে থাকা দক্ষিণ কোরিয়ার নাগরিকদের মোট সম্পদ ২ হাজার ২৬৯ বিলিয়ন ডলার আর ইন্দোনেশিয়ার নাগরিকদের মোট সম্পদ ১ হাজার ৪২৪ বিলিয়ন ডলার।
ব্যক্তি সম্পদে শীর্ষ ১০ দেশ
দেশ — সম্পদ (বিলিয়ন ডলার)
যুক্তরাষ্ট্র – ৪৮,৭৩৪
চীন – ১৭, ২৫৪
জাপান – ১৫,২৩০
জার্মানি – ৯,৩৫৮
যুক্তরাজ্য – ৯,২৪০
ফ্রান্স – ৮,৭২২
ইতালি – ৭,৩০৮
কানাডা – ৪,৭৯৬
অস্ট্রেলিয়া – ৪,৪৯৭
ভারত – ৩,৪৯২
সম্পদ প্রবৃদ্ধিতে শীর্ষ ১০ (২০০০-২০১৫)
দেশ — প্রবৃদ্ধি
ইন্দোনেশিয়া – ৩৬২%
চীন – ৩৪১%
রাশিয়া – ২৫৩%
অস্ট্রেলিয়া – ২৪৮%
ভারত – ২১১%
ব্রাজিল – ২০৭%
দক্ষিণ কোরিয়া – ১৩২%
ফ্রান্স – ১২৭%
কানাডা – ১১৯%
সুইজারল্যান্ড – ১০৯%