হোয়াইট হাউস উড়িয়ে দেওয়ার হুমকি
আন্তর্জাতিক ডেস্ক: এবার মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস (প্রেসিডেন্ট ভবন) উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। বৃহস্পতিবার প্রকাশিত ‘প্যারিস বিফোর রোম’ নামের ছয় মিনিটের এক ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্রে হামলার এ হুমকি দেওয়া হয়েছে।
ইরাকের ডিজলা প্রদেশের আইএস অধ্যুষিত অঞ্চলে তৈরি করা এই ভিডিওতে বলা হয়েছে, এখানেই শেষ নয় প্যারিসে আবারও হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে, হামলা করা হবে।
ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসও উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ভিডিওতে কালো কাপড়ে মুখ বাধা এক আইএস সদস্য বলেন, আমরা শুরুটা করেছি তোমাদের (ফ্রান্স) দিয়ে। শেষটা করব হোয়াইট হাউসকে দিয়ে। সব স্মৃতিসৌধ ধ্বংস করে দেওয়া হবে। শিগগিরই উড়িয়ে দিব হোয়াইট হাউসকে। অপর এক আইএস সদস্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফরাসি প্রেসিডেন্ট ওলাঁদকে উদ্দেশ্য করে বলেন, আমাদের আত্মঘাতী সেনা আর গাড়ি বোমা তোমাদের ধ্বংস করবে। তোমরা যেখানেই যাও, সেখান থেকে তোমাদের খুঁজে বের করা হবে।
তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এফবিআই প্রধান জেমস কোমি বলেন, আইএস ও তাদের সমর্থকরা একাধিক ভিডিও ও ম্যাগাজিনে নিজেদের প্রচার চালাচ্ছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে প্যারিসের মত আক্রমণের আশঙ্কা নেই। কারণ সে সুযোগ আইএস পাবে না। তার আগেই আইএসকে গুড়িয়ে দেওয়া হবে।