বোমার ভয়ে বিমান অবতরণ
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে তুরস্কগামী একটি বিমান বোমা হামলার হুমকির কারণে গন্তব্য পরিবর্তন করে কানাডায় জরুরি অবতরণ করেছে। সংবাদ: বিবিসি।
রোববার ভোরে ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে হ্যালিফ্যাক্স স্ট্যানফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দর প্রশাসন জানিয়েছে, বিমানটি নিরাপদেই অবতরণ করতে পেরেছে।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ বোমা হামলার হুমকির সত্যতা যাচাইয়ের চেষ্টা করছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। তুর্কী বিমান সংস্থার বিমানটিতে ২৫৬ জন যাত্রী ছিলেন। তবে এই হুমকির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি প্রশাসন এবং হুমকিদাতাদের শনাক্ত করার চেষ্টা চলছে।
প্রসঙ্গত, চলতি মাসেই মিশরের শারম আল-শেখ পর্যটনকেন্দ্র থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গগামী একটি যাত্রীবাহী বিমান সিনাই উপদ্বীপে বিধ্বস্ত হয়েছে। ২২৯ যাত্রীসহ বিধ্বস্ত রুশ বিমানটির ভেতরে থাকা বোমা বিস্ফোরিত হয়েই এ ঘটনা ঘটেছে বলে তদন্তে বেরিয়ে এসেছে। হামলার দায় স্বীকার করেছে ইরাক ও সিরিয়াভিত্তিক কট্টর ইসলামপন্থী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।