সাবিলার পায়ের শক্তি
- সজীব হোসাইন, রংপুর
জন্ম থেকেই তার দুটো হাত নেই। তবু সে অন্য সবার মতো এবারের মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিল। হাতের আঙ্গুল না থাকায় ডান পায়ের আঙ্গুলে কলম ধরেই পরীক্ষা দেয়া এই অদম্য মেধাবী সাবিলা ২০১৬ সালের মাধ্যমিক পরীক্ষায় মানবিক বিভাগ থেকে অংশ নিয়ে জিপিএ- ২.৮৩ পেয়ে সবাইকে চমকে দিয়েছে। দেখিয়ে দিয়েছে হাত নয়, মনের জোর।
রংপুর নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের মাহিগঞ্জ খোর্দ্দ রংপুর হাওয়াইয়াটারী গ্রামের শাজাহান মিয়ার একমাত্র মেয়ে সাল সাবিলা আক্তার নিশাত। পিএসসিতে জিপিএ ৩ এবং জেএসসিতে জিপিএ ২.৩১ পেয়ে উত্তীর্ণ হয়েছিল সাবিলা। এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ২.৮৩ পেয়েছে সে। শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি তাকে।
মুঠোফোনে যোগাযোগ করলে সাবিলা দি প্রমিনেন্টকে জানায়, ‘আল্লাহ্র অশেষ রহমতে আমি পরীক্ষায় কৃতকার্য হয়েছি। পড়াশোনা চালিয়ে যেতে চাই। ইচ্ছা আছে প্রতিবন্ধীদের পাঁশে দাঁড়ানোর।’
মেয়েকে নিয়ে স্বপ্নে বিভোর বাবা শাজাহান মিয়ার ইচ্ছা মেয়ে প্রকৌশরী হবে। কষ্ট করে হলেও তিনি মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চান।
দি প্রমিনেন্টে সাবিলাকে নিয়ে পূর্ব প্রকাশিত সংবাদ: পা দিয়েই যুদ্ধ সাবিলার