ফুটপাতের দোকানদার ৫০ কোটি টাকার মালিক !
- লিডারশিপ ডেস্ক
রাস্তার পাশে ঠেলায় নিয়ে বসা খাবারের দোকান। বেশ কয়েকটি। ফুটপাতের এমন দোকানদাররা আর কয় টাকারই বা মালিক। বড়জোর লাখ টাকা। কিন্তু বাস্তবতা হচ্ছে, এ সব দোকানের কয়েকজন মালিক সম্প্রতি নিজেদের সম্পত্তির হিসেব দিয়েছেন। যাতে দেখা গেছে ৫০ কোটি টাকার নগদ এবং স্থাবর সম্পত্তি আছে তাদের।
জানা যায়, ভারতের মুম্বাই শহরের বিলাসবহুল এলাকায় বেনামে এসব ফুটপাতের দোকানদারদের অনেক সম্পত্তি রয়েছে। তাদের মধ্যে একজন থানে এলাকার বারা পাও সেন্টারের মালিক রয়েছেন। আরেকজন হলেন আন্ধেরির স্যান্ডউইচ দোকানের মালিক। গত বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন ফুটপাতের খাবারের দোকানের মালিকেরা ৪০ হাজার কোটি কালো টাকার সম্পত্তির কথা ঘোষণা করেছেন। কিন্তু এদের কোনও ধারণা নেই যে এই টাকার ৪৫ শতাংশ কর তাদের দিতে হবে।
এদিকে অবাক করে দেবার মত তথ্য হল, এদের মধ্যে একজন সম্প্রতি তার ছেলের বিয়েতে তুরস্কে একটি বড় পার্টি দিতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তার ট্যাক্স কনসালট্যান্ট তাকে বিরত থাকতে বললে এই পার্টি আর হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্যাক্স অ্যাডভাইজার বলেন, এসব দোকানদারেরা কয়েক সপ্তাহের মধ্যে তাদের এই বিপুল পরিমাণ সম্পত্তি বিক্রি করতে পারবেন না।