আলোর ফেরিওয়ালা

আলোর ফেরিওয়ালা

  • ওবায়দুর চৌধুরী

জরাজীর্ণ শহরের মানচিত্র ছেড়ে , টাংগাইলের  ভূয়াপুর উপজেলার যমুনা তীরবর্তী গ্রাম অর্জুনা। অন্য সব গ্রামের মতো  এই গ্রামও ছবির মতো সুন্দর। কিন্তু ভিন্নতা অন্য জায়গায়। এ গ্রামের এক জনের কাছে এতো বই আছে  যে পুরো শহরে  ততো বই নেই। না ,তিনি  বইয়ের  কারিগর নন। তিনি আলোর ফেরিওয়ালা –আবদুস সাত্তার খান । গ্রাম পাঠাগার আন্দোলনের প্রতিষ্ঠাতা। গ্রামে বাবু নামে পরিচিত।

5শুরুর গল্প

২০০৬ সাল। সদ্য স্নাতক সম্পন্ন করা যে কোনো যুবকেরই  স্বপ্ন থাকে  চাকুরি, ব্যবসায়  কিংবা  টাকা উর্পাজনের কোনো একটা মাধ্যমে প্রবেশ করার। কিন্তু, তিনি করলেন ব্যতিত্রম। দশের মঙ্গলে নিজেকে বিলিয়ে দিলেন। গ্রামে ফিরে এসে এলাকার সাত জন স্বপ্নবাজ যুবকদের নিয়ে তৈরি করলেন অর্জুনা অন্বেষা পাঠাগার। প্রথমে নিজস্ব বই দিয়েই শুরু করেন। ধীরে ধীরে সংগ্রহ বাড়তে থাকে। পরবর্তীতে সাত্তার দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা পাঠাগারগুলোর সাথে সংযোগ স্থাপন করেন। গড়ে তোলেন বিশাল নের্টওয়াক। এখন নিজ জেলা শহর সহ সারা দেশে ৪৮টি পাঠাগার রয়েছে তার।

.

গ্রাম পাঠাগার আন্দোলনের যত পাঠাগার:

7১. অর্জুনা অন্বেষা পাঠাগার, অর্জুনা ভূঞাপুর, টাংগাইল

২. অরং পাঠাগার , খাগড়াছড়ি

৩. কাজী মোতাহরে হোসেন পাঠাগার, খোকসা, কুষ্টিয়া

৪. জ্ঞানদীপ পাঠাগার, শাহারাস্তি , চাঁদপুর

৫. কবি গোলাম মোস্তফা পাঠাগার, হরিণাকুন্ডু, ঝিনাইদহ

৬. জননী আলেয়া পাঠাগার, নাটোর

৭. সারুটিয়া সাধারণ গ্রন্থাগার, টাংগাইল

৮. লাইসিয়াম গণিত ও বিজ্ঞান সংঘ, ভূঞাপুর, টাংগাইল

৯. গারোবাজার পাঠাগার, মধুপুর, টাংগাইল

১০. পাহারপুর বৌদ্ধবিহার পাঠাগার, মালঞ্চা, পাহাড়পুর, বদলগাছি, নওগাঁ

১১. নালন্দা ডিজিটাল পাঠাগার, শাহীনবাগ, ঢাকা

১২. মহানন্দপুর পাঠাগার, মহানন্দপুর, সখিপুর, টাংগাইল

১৩. কুতুবপুর সাধারণ পাঠাগার, কুতুবপুর, সখিপুর, টাংগাইল

3১৪. মুক্তির দিশারী পাঠাগার, জিতাশ্বরী,বড় চাওনা, সখিপুর , টাংগাইল

১৫. শান্তি সংঘ গণ পাঠাগার, চারিবাইদা, কুতুবপুর, সখিপুর, টাংগাইল

১৬. প্রগতি পাঠশালা, রামনগর, গাংনী, মেহেরপুর

১৭. আমাদের পাঠাগার, সিকিরচর, ছেংগারচর, পৌরসভা, মতলব উত্তর, চাঁদপুর

১৮. আমবাড়িয়া গণপাঠাগার, আমবাড়িয়া, খোকশা, কুষ্টিয়া

১৯ . শানোকবয়ড়া অণুসন্ধান পাঠাগার , ফলদা, ভূঞাপুর, টাংগাইল

২০. জ্ঞান বিতান পাঠাগার , অর্জুনা বাজার, ভূঞাপুর, টাংগাইল

২১. ইছাপুর আদর্শ পাঠাগার, ইছাপুর, চৌগাছা, যশোর,

২২. পাড়া কুশারিয়া গণগ্রন্থাগার, সন্ধানপুর, ঘাটাইল, টাংগাইল

২৩. রাপ্রু স্মৃতি পাঠাগার, রাজ্যমণি পাড়া খাগড়াছড়ি

২৪. আনন্দোময়ী পাঠাগার, ফরিদপুর

২৫. ড: আবুল বারাকাত পাঠাগার, কান্দি প্রসাদপুর,চৌরস্তা,গফরগাঁও, ময়মনসিংহ

২৬. ঝাউকান্দি নবীন সংঘ পাঠাগার , ঝাউকান্দি, কালাপাহারিয়া, আড়াইহাজার, নারায়নগঞ্জ

২৭. নাগেরপাড়া আশ্রম গণগ্রন্থাগার, নাগেরপাড়া,গোসাইরহাট, শরীয়তপুর, (২৪/১/২০১৪ উদবোধন)

২৮. জ্ঞানকুঞ্জ পাঠাগার, এলেঙ্গা, কালিহাতী, টাঙ্গাইল

২৯. বোসন বিজ্ঞান সংঘ, টাঙ্গাইল

৩০. সশিস পাঠাগার, মণ্ডলের হাট, উলিপুর, কুড়িগ্রাম

৩১..বীরপ্রতীক বদরুজ্জামান স্মতি পাঠাগার, শিমুলবাড়ি, ফুলবাড়ি, কুড়িগ্রাম

৩২. সৃষ্টি সংঘ পাঠাগার, তেতুলিয়া, পঞ্চগড়

৩৩. সবুজপাড়া পাঠাগার , চিলমারী,কুড়িগ্রাম

৩৪. বামুনিয়া পাঠাগার, বামুনিয়া কামারপাড়া, শাহজাহানপুর, বগুড়া

৩৫. নিকলা গণপাঠাগার, নিকলা, ভূঞাপুর, টাঙ্গাইল

৩৬. পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গণকেন্দ্র পাঠাগার, পায়রাবন্দ, রংপুর

৩৭. দড়িপাড়া রামকৃষ্ণপুর গনগ্রন্থাগার , জামালপুর ( উদ্বোধন : ৬ নভেম্বর ২০১৫ )

6৩৮. গুলিপেচা সাধারণ গ্রন্থাগার, গুলিপেচা, হেমনগর, গোপালপুর, টাঙ্গাইল

৩৯.বালোবাড়ি আতাপ আলি শেখ গণ গ্রন্থাগার , হেমনগর, গোপালপুর, টাঙ্গাইল

৪০. রেনেসাঁ গণগ্রন্থাগার,জটাবাড়ি, মধুপুর,টাঙ্গাইল(উদ্বোধন : ১৭ মার্চ ২০১৬)

৪১. করিম কারিগর গণগ্রন্থাগার, জলছত্র, মধুপুর, টাঙ্গাইল(উদ্বোধন : ১৭ মার্চ ২০১৬)

৪২. আবাসভূমি পাঠাগার, চরবলেশ্বর, চন্ডিপুরহাট, জিয়ানগর, পিরোজপুর

৪৩. গ্রাম পাঠাগার, চর বকশিয়া, ঘাটাইল, টাঙ্গাইল

৪৪. আলোর ফেরী, সিংহেরকাঠী, বাউফল, পাটুয়াখালী

৪৫. সমসখলসী পাবলিক পাঠাগার, নাটোর রা দেশে ৩৮ টি পাঠাগার রয়েছে ।

.

2এ শুধু পাঠাগার নয়

যদিও নামটা ‘পাঠাগার আন্দোলন’ কিন্তু উদ্দেশ্যটা শুধু পাঠক তৈরী নয়, আরো বেশি কিছু। দেশের বৃ্‌হৎ জনগোষ্ঠীর বাস পল্লী অঞ্চলে। তাদের জীবনযাত্রা  নানা সমস্যায় জর্জরিত।প্রতিকৃল পরিবেশ, যোগাযোগ প্রতিবন্ধকতা এছাড়াও নানা সামাজিক সমস্যার মুখোমুখি হতে হয় তাদের। এইসব সমস্যার সমাধানই  হলো গ্রাম পাঠাগার আন্দোলনের মুখ্য উদ্দেশ্য। রাস্তার ধারে যাত্রী ছাউনী নির্মান, বন্যায় গৃহহীনদের খাদ্য বিতরণ, পালা পার্বণে উঠসব, বইমেলা আয়োজন ইত্যাদি নিয়মিত পরিচালিত হয়। এছাড়াও  গ্রামীণ ঐতিহ্যকে টিকিয়ে রাখতে বিকল্প উন্নয়নচিন্তার কথা ভাবছেন আবদুস সাত্তার খান।

.

আগামীর স্বপ্ন

1একটি স্বপ্ন যেখানে শুরু হয় সেখানেই থেমে থাকে না। পরমাণুর মতো বিকশিত হয়। গ্রাম পাঠাগার আন্দোলনের বিকশিত স্বপ্নের নাম–হাজী ইসমাইল খাঁ কলেজ। গ্রামের তরুণ যুবকেরা  বাড়ি বাড়ি চাঁদা তুলেছেন। আর জমি দিয়েছে ইসমাইল খাঁর নাতী –নাতনীরা। ২০১৪ সালের ২২ডিসেম্বর কলেজটি উদ্ভোধন করা হয়েছে। কলেকটি সবুজ ছায়াময় নিবিড় পরিবেশে ঘেরা । কলেজের প্রতিষ্ঠাতা অধক্ষ্য আবদুস সাত্তার খান বলেন -‘আমাদের কলেজ দুইটি শিক্ষা নীতির উপর প্রতিষ্ঠিত। এক. রবীন্দ্রনাথ ঠাকুরের তপোবন, যেখানে প্রকৃতির সাথে নিজের মনের পরিশুদ্ধতা পায়, প্রকৃত মানুষ হয়ে উঠে।  দুই. মহাত্ম গান্ধীর বুনিয়াদী, সময়ের সাথে এগিয়ে যাওয়ার লক্ষে  কারিগরী ও দক্ষতামৃলক কাজে পারদর্শী হওয়া।  আন্দোলনের ভবিষৎ পরিকল্পনা জানতে চাইলে  তিনি বলেন – প্রতিটি গ্রামে হবে একটি পাঠাগার।favicon59-4

Sharing is caring!

Leave a Comment