একুশের আগেই পৃথিবী পাল্টে দিচ্ছেন যারা

একুশের আগেই পৃথিবী পাল্টে দিচ্ছেন যারা

  • লিডারশিপ ডেস্ক

২১ বছর বয়সে লাগে তারুণ্যের ছোঁয়া, আর মনে টগবগিয়ে ওঠে হঠাত্ কিছু করে পৃথিবীকে সুন্দরভাবে পাল্টে দেয়ার এক অদম্য বাসনা। সবসময় কি তাই? তারুণ্যের ভাবনা কি বয়স মেনে এগোয়? একুশে পা দেয়ার আগেই দুনিয়াকে পাল্টে ফেলতে সোচ্চার যারা, এমন কয়েকজনের কথাই তুলে ধরা হলো—

শ্যানন ইয়ান
শ্যানন ইয়ান ১৬ বছর বয়সেই কোডিংয়ে হাতেখড়ি। ট্রিহাউজ আর খান একাডেমি থেকে অনলাইন টিউটোরিয়াল দিয়ে শুরু। সেখান থেকেই কোডিংয়ের জন্য ভালোবাসা। ভালোবাসাটি একেবারে মনে গেঁথে যায় গত গ্রীষ্মে ‘গার্লস হু কোড’-এর সঙ্গে কাজ করতে গিয়ে। শ্যানন জানান, ‘অভিজ্ঞতাটি আমার মনে বড় একটা প্রভাব ফেলেছিল। আমি চাইতে শুরু করলাম আমার মতো অনেক মানুষ যেন কোডিংকে এভাবে ভালোবাসতে শুরু করে।

ক্যাম্প থেকে নিজ শহর অকল্যান্ডে পৌঁছে কোনো সময় নষ্টই করলেন না আর ইয়ান। সেখানকার প্রাথমিক স্কুলের শিশুদের কোডিং শেখাতে একটি ক্যাম্প খুলে বসলেন। তার চাওয়া, এখানকার সবাই, বিশেষ করে পিছিয়ে একটা সময় পর পিছিয়ে পড়া মেয়েরা কোডিংয়ে এগিয়ে যাক।

4978310_20160722

ইয়ান এরই মধ্যে ‘মাই কোড’ নামে আরেকটি ওয়েব শোতেও কাজ করছেন। শুধু তা-ই নয়, কিছু পিএইচডির ছাত্রদের সঙ্গেও একটি গেম কোড করা নিয়ে কাজ করছেন তিনি। কলেজে পড়ার বয়স হওয়ার আগেই পিএইচডির ছাত্রদের তিনি কোথায় পেলেন? এমন প্রশ্নের জবাবে একটা হাসি দিয়ে ইয়ান বলেন, ‘আমি একঝাঁক পিএইচডি ছাত্রকে ই-মেইল করেছিলাম, তাদের মাঝে একজন আমায় হ্যাঁ বলেন।’

রেবেকা ধর্মপালন
বয়স যখন ছিল ১৬ বছর, তখনই ভেবে ফেলেছিলেন অনেকটা। শুধু পৃথিবীর সুবিধাজনক একটা কোণে জন্মগ্রহণ করেছেন বলেই অনেক কঠিন বাস্তবের মুখোমুখি হতে হয় না অকল্যান্ডের রেবেকাকে। ব্যাপারটা নেহাতই একটা সৌভাগ্য বৈ কিছু নয়। কিন্তু সৌভাগ্য তো আর বিশ্বের সবক্ষেত্রে সব মেয়ের কাছে এসে ধরা দেয়নি। যেমন— তার সে ক্লাসমেটের কথাই ধরা যাক, যে কিনা তার ছেলেবন্ধুর কাছ থেকে যৌন নিগ্রহের শিকার হয়েছে; অথবা তাদের নিজেদের বাড়ির পেছনেই যে মেয়েটি বিক্রি হয়ে গেল, তাদের কথা ক’জন জানেন? নিজের চোখের সামনে এমন কিছু না ঘটলে আয়েশে থাকা বেশির ভাগ লোকই এ ব্যাপারগুলো সম্পর্কে কিছুই জানে না, ফলে শক্ত কোনো পদক্ষেপও প্রায়ই নেয়া হয় না। এ জানানোর কাজটা দিয়েই শুরু করেছিলেন রেবেকা।

65498

‘ইন্টারন্যাশনাল বুলেভার্ড: আ ডকুমেন্টরি’ নামে একটি প্রামাণ্যচিত্র তৈরি করেন তিনি অকল্যান্ডের পুলিশ ক্যাপ্টেন আর সহপাঠী জোয়ি ই-কে সঙ্গে নিয়ে। তাতে উঠে আসে যৌনকর্মী হিসেবে শিশুদের পাচার করার মতো বিষয়গুলো। ভালো ভালো পুরস্কারও জিতে নেয় এটি, কিন্তু রেবেকা ওখানেই থেমে থাকেননি। অকল্যান্ড ইয়ুথ কমিশনের সভাপতি হিসেবে যোগ দিয়ে শিশু পাচার নিয়ে আরো বেশি কাজ করতে শুরু করেন তিনি। বর্তমানে ২০ বছর বয়সী রেবেকা সে পথেই এগিয়ে যাচ্ছেন।

মিকালিয়া উলমার
এক সপ্তাহের মধ্যেই দু-দুবার মৌমাছি হুল ফুটিয়ে দিয়েছিল টেক্সাসের মিকালিয়ার শরীরে। এ সময় যা করা স্বাভাবিক, তা হলো কেঁদে-কেটে সবাইকে জানান দিয়ে ফেলা যে, ‘আমি এসব পোকামাকড়-মৌমাছি ধরনের জিনিসকে ঘৃণা করি।’ কিন্তু সে সময়ের চার বছর বয়সী মিকালিয়া উলমারের ক্ষেত্রে ঘটনাটি প্রবাহিত হতে শুরু করল একেবারেই ভিন্ন ধারায়। ভয় পেল বটে, কিন্তু সঙ্গে মা-বাবার পরামর্শে মৌমাছি সম্পর্কে আরো জানতে শুরু করল। এ জানার মাঝেই ভয়টা কখন যেন পরিণত হয়ে গেল ভালোবাসায়। মিকালিয়া জানতে পারল, আমাদের খাদ্যের পরাগায়ণের জন্য মৌমাছি কতটা উপকারী, তাদের তৈরি করা মধু কতটা স্বাস্থ্যকর, আর তারা প্রতি বছর কী হারে কমে যেতে শুরু করেছে। এ মৌমাছিদের নিয়েই কাজ শুরু করবে ঠিক করল ছোট্ট মিকালিয়া।

54698

শিশুর মনে প্রথমেই যে চিন্তাটা এল, তা হলো তার দাদির লেমোনেডের রেসিপিটা অনুসরণ করা। ভাবছেন তা দিয়ে কীভাবে মৌমাছি সংরক্ষণ হয়? মিকালিয়া সেই পুরনো লেমনেড তৈরি করতে শুরু করল চিনির বদলে মৌমাছির মধু দিয়ে, সেসঙ্গে মানুষকে জানাতে শুরু থাকল যে, মধু কতটা স্বাস্থ্যকর। তবে সেটি ছিল মিকালিয়ার শুরু মাত্র। স্কুল বিজনেস ফেয়ারে ছোট্ট মিকালিয়া লেমনেডের ব্যবসা দিয়ে যে কাজটি শুরু করেছিল, তা আজ টিভি শো থেকে প্রেসিডেন্টের হোয়াইট হাউজের চৌকাঠ পর্যন্ত পেরিয়েছে। আজ মিকালিয়ার বয়স ১১ বছর। এর মাঝে সে ব্যবসায় উদ্যোগের নানা কলাকৌশলও শিখে নিয়েছে। তার ছোট্ট ‘মি অ্যান্ড দ্য বিস’ও আজ বেশ বড় হয়ে উঠেছে। আর লাভের একাংশ মিকালিয়া ব্যয় করছে মৌমাছি সংরক্ষণ কাজে।  favicon59-4

Sharing is caring!

Leave a Comment