রাস্তার টোকাই থেকে কোটিপতি

রাস্তার টোকাই থেকে কোটিপতি

  • লিডারশিপ ডেস্ক 

১৯৮১ সালে মঞ্জুলা ভাগেলা নামের একজন নারী রাস্তায় পরে থাকা কাগজ সংগ্রহ করে নিজের জীবিকা নির্বাহ করত। তার প্রতিদিনের আয় ছিল ৫ টাকা। আবার যেদিন বৃষ্টি-বাদলের দেখা মিলত সেদিন তার এই রোজগারেও পড়ত ভাটা।

কিন্তু আজ ভারতের সেই নারী ৪০০ সদস্যের একটি গ্রুপ তৈরি করেছেন। যারা ঘর গুছানোর কাজ করে থাকেন। তারা ৪০০ জন সেবিকা মিলে আহমেদাবাদের ৪৫টি ইন্সটিটিউশন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন। তাদের বছর শেষে কোটি টাকার বেশি ইনকাম হয়।

একটি সংস্থা যা মহিলাদের স্বনির্ভরশীল করে গড়ে তোলে তারা মঞ্জুলার এই কাজে সমর্থন করে এগিয়ে আসেন। তারা বাণিজ্যিকভাবে সেবা প্রদান করে থাকেন। মঞ্জুলা জানান, তাদের প্রায় ৫ বছর সময় লেগেছিল নিজেদের প্রতিষ্ঠানের রেজিস্টার করতে। যেহেতু এটি কোন ব্যবসার হিসেবে পরে না, তাই প্রথমে তাদের এই কাজ রেজিস্ট্রেশন করতে অনেক বাঁধা পাড় করতে হয়।

বছরের পর বছর নারীদের সাহায্য করে তিনি এই গ্রুপে যুক্ত করেন। নতুনদের কাজ শিখিয়ে তারপর গ্রুপে নিযুক্ত করে আসছেন তিনি। তার গ্রুপের বেশিরভাগ নারী আগে কাগজ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করতেন। এখন তারা এই গ্রুপে যুক্ত হয়ে অনেক খুশি।–সুত্র: ইন্ডিয়া টাইম্‌স।favicon59-4

Sharing is caring!

Leave a Comment