২১ গুণী নারীকে সম্মাননা
লিডারশিপ ডেস্ক: ২১ জন গুণী নারীকে সম্মাননা জানিয়েছে বাংলাদেশ ফেডারেশন অব বিজনেস অ্যান্ড প্রফেশনাল উইমেন (বিপিডব্লিউ)। গতকাল শুক্রবার বিপিডব্লিউর ৩৭ বছর পূর্তি উপলক্ষে জাতীয় মহিলা সংস্থার মিলনায়তনে এ সম্মাননা প্রদানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নারী সাংবাদিকতার পথিকৃৎ ‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগমকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে। সম্মাননা পাওয়া নারীদের শাড়ির সঙ্গে মিলিয়ে উত্তরীয় পরিয়ে দেন বিপিডব্লিউ বাংলাদেশের প্রেসিডেন্ট মালেকা খান। সম্মাননা পেয়েছেন জামদানি শাড়ির কারিগর আনোয়ারা খাতুন, মুক্তিযোদ্ধা রাজিয়া বেগম, মুক্তিযোদ্ধা আফিয়া খাতুন এবং খঞ্জনী সরকার।
এছাড়াও বিভিন্ন পেশার অন্য যাঁরা সম্মাননা পেলেন, তারা হলেন: বাংলাদেশ ব্যাংকের উপগভর্নর নাজনীন সুলতানা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য খালেদা একরাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য পারভীন হাসান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য বিভাগের সচিব কানিজ ফাতেমা, খাদ্য মন্ত্রণালয়ের সচিব মুশফেকা ইকফাৎ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আখতারী মমতাজ, চার্টার্ড অ্যাকাউনট্যান্ট সুরাইয়া জান্নাত, ডিআইজি মিলি বিশ্বাস, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক স্মৃতি সাহা, কুমুদিনী নার্সিং কলেজের অধ্যক্ষ রীনা ক্রুজ, জাগরণী জুট ক্রাফটস সেন্টারের পরিচালক সিস্টার লিলিয়ান।
অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকিয়া আফজাল রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং বিশ্বব্যাংকের অপারেশনস ম্যানেজার ক্রিস্টিনি ই কিমস।