স্কুল পালিয়ে প্রভাবশালী বিচারক

স্কুল পালিয়ে প্রভাবশালী বিচারক

  • লিডারশিপ ডেস্ক 

টেলিভিশন দুনিয়ার ‘রিয়েলিটি শো গুরু’ নামে বেশ আলোচিত সিমন কোওয়েল। তিনি পপ আইডল, দ্য এক্স ফ্যাক্টর, আমেরিকান আইডলসহ বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালনের জন্য বিখ্যাত, সমালোচিতও বটে। সিমনের মা ছিলেন পেশায় ব্যালে ড্যান্সার আর বাবা ছিলেন নির্মাণ প্রতিষ্ঠানের কর্মী। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে সিমন সবার বড়। ভাইদের সঙ্গে র্যা ডলেট প্রিপারেটরি স্কুল ও ডোভার কলেজে পড়াশোনা করেন সিমন। ও-লেভেল পরীক্ষা দিয়ে আর কলেজমুখো হননি তিনি। পড়ালেখাকে বিদায় জানিয়ে সিমন এক সংগীত প্রকাশনা প্রতিষ্ঠানে যোগ দেন। সেই প্রতিষ্ঠানের কাজে পদোন্নতি না হওয়ায় ত্যক্ত-বিরক্ত হয়ে ২৩ বছর বয়সে ফ্যানফেয়ার নামে নিজের একটা প্রকাশনা প্রতিষ্ঠান গড়ে তোলেন। স্কুল পালানো সিমন ২০০৪ ও ২০১০ সালে টাইম সাময়িকীর করা বিশ্বের শীর্ষ ১০০ প্রভাবশালী ব্যক্তির একজন হিসেবে মনোনীত হন।

সূত্র: প্রথম আলো

favicon59

Sharing is caring!

Leave a Comment