বাধা পেরিয়ে উপমা এগিয়ে
- লিডারশিপ ডেস্ক
ছোটবেলায় তাঁর পা বাঁকা ছিল। নাচবেন ভাবেনি কেউ। অথচ আজ নাচের উপমাকে দেখে বিদেশের মানুষও খুশি হয়। অভিনয়ও করে যাচ্ছেন নিয়মিত। ভারতীয় হাইকমিশন বৃত্তি দিয়েছিল উপমাকে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিলেন নাচ নিয়ে। ভারতনাট্যম পড়েছেন। ‘যদিও ছোটবেলায় কত্থক নাচে আমার আগ্রহ ছিল বেশি, কিন্তু ভালো গুরু পাইনি বলে শেখা হয়ে ওঠেনি। কবিরুল ইসলাম রতনের কাছে ফোক আর কনটেম্পরারি ড্যান্স শিখেছি। স্কুল শুরু করার আগে নাচ শুরু করেছিলাম।’
২০১৩ সালে বাংলাদেশে এসেছিলেন ভুটানের রাজা গিয়েল ওয়াংচুক ও রানি জেতসুন পেমা। তাঁরা বাসাবো বৌদ্ধ বিহারে প্রার্থনা ও অন্যান্য অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তখন রাজা-রানিকে চণ্ডালিকা হয়ে নেচে দেখিয়েছিলেন উপমা। রাজা-রানি আপ্লুত হয়েছিলেন দেখে। রানি জড়িয়ে ধরেছিলেন উপমাকে।
পা ভালো হয়ে গিয়েছিল
একা একা খাটের ওপর বসে থাকত উপমা। কারোর সঙ্গে মিশতে চাইত না। বলেছেন উপমার মা। পা ভালো হয়ে গিয়েছিল আশ্চর্যজনকভাবে। তবে স্বাভাবিক হতে সময় লেগেছে। মা তাকে শিশু একাডেমিতে গান শেখাতে নিয়ে যেতেন। কিন্তু সে নাচের ক্লাসে গিয়ে বসে থাকত। এটা দেখেই মা বলতেন, তুমি যদি খাট থেকে না নামো, তবে মঞ্চে অনেক মানুষের সামনে নাচবে কিভাবে? ব্যাপারটি ভাবিয়েছিল উপমাকে। সে নিচে নেমে আসত আর নাচত। ২০০৩ সালে শিশু একাডেমির জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ফোক নাচে প্রথম হন উপমা।
উপমার মায়ের নাম আঞ্জুমান আরা বকুল। তিনি সংগীতশিল্পী ও অভিনেত্রী। এখন অবশ্য লোকে মাকে ডাকে উপমার মা বলে। উপমা বলছিলেন, ‘আমার নাচ শেখা শুরু সাড়ে তিন বছর বয়সে। তখন মুন্সীগঞ্জ থেকে আমাকে নিয়মিত নাচ শেখাতে নিয়ে আসতেন মা।’ ১৯৯৫ সালে সাইদুল আনাম টুটুল কসকোর তিনটি পণ্যের বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছিলেন। সেবারই প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন উপমা। পরের আট বছরে অনেকগুলো টিভিসিতে শিশুশিল্পী হিসেবে কাজ করেন। করেছেন সিনেমাও। ১৯৯৭ সালের দিকে শাহ আলম কিরণ পরিচালিত ‘আমি এক অমানুষ’ ছবিতেও উপমা ছিলেন দিতি ও ইলিয়াস কাঞ্চনের মেয়ের ভূমিকায়। অনেক নায়িকার ছোটবেলার চরিত্রেও অভিনয় করেছেন বড় পর্দায়। যেমন ‘আমার প্রতিজ্ঞা’ ছবিতে মৌসুমীর ছোটবেলা, ‘নিরন্তর’ ছবিতে শাবনূরের ছোটবেলা।
অভিনয়ের উপমা
২০০২ সালে শিল্পী মুস্তাফা মনোয়ারের তত্ত্বাবধানে এটিএন বাংলার জন্য নির্মিত রবীন্দ্রনাথের ‘স্ত্রীর পত্র’ নাটকের বিন্দু চরিত্রে অভিনয় করেন উপমা। আবুল হায়াতের পরিচালনায় ‘অচেনা তারা’ ও ‘উন্মেষ’ তাঁর উল্লেখযোগ্য নাটক। ২০১৪ সালে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘পিতা’র তিনি নায়িকা। সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন কবি নজরুল ইসলামের জীবনীনির্ভর ছবি ‘নার্গিস’-এর নার্গিস চরিত্রের জন্য। ছবিটি পরিচালনা করছেন নারগিস আক্তার। নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ ছবির পোশাক পরিকল্পনাও করছেন তিনি। তবে তাঁর ইচ্ছা, একটি আন্তর্জাতিক ড্যান্স কম্পানি খোলা। সারা পৃথিবী নেচে বেড়াতে চান তিনি।