২৯ বছর বয়সেই ৭৩৩ কোটি টাকার মালিক!
- লিডারশিপ ডেস্ক
মাত্র ২৯ বছর বয়সেই ৯৪ মিলিয়ন ডলার বা প্রায় ৭৩৩ কোটি টাকার মালিক বনে গেছেন ক্লাউড স্টোরেজ সেবাদাতা প্রতিষ্ঠান বক্স-এর কো-ফাউন্ডার এবং সিইও অ্যারন লেভি। গতকাল শেয়ার বাজারে প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন শুরু হয়। আর প্রথম দিনেই ১৪ ডলার মূল্যের শেয়ারের দাম বেড়ে ২৩ ডলারে দাঁড়িয়েছে। শেয়ারের এই মূল্যবৃদ্ধির কারণেই লেভির সম্পদও বৃদ্ধি পেয়েছে।
ছোটবেলা থেকেই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছিলেন লেভি। আর এরই অংশ হিসেবে এরই মধ্যে ১৫টি স্টার্টআপ প্রতিষ্ঠানও দাড় করিয়েছেন তিনি।
কলেজে পড়ার সময় বাল্যবন্ধু ডিলান স্মিথকে সাথে নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন বক্স। ২০১৩ সালে ফোর্বস ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,” ১২ বছর বয়সে আমি যে জীবনের স্বপ্ন দেখেছিলাম, এখন সেভাবেই জীবন পার করছি। আমার কোন শখ ছিল না। আমি একটি বড় কোম্পানি প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম এবং এটিই আমার সেই স্বপ্নের প্রতিষ্ঠান।”
তবে শুধু লেভিই নন, একই প্রতিষ্ঠানে প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে থাকা তাঁর বন্ধু ডিলান স্মিথও বনে গিয়েছেন ধনী। তাঁর সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪১ মিলিয়ন ডলারে।