স্কুল পালিয়ে ‘স্টিভ জবস’ এর ভূমিকায়
- লিডারশিপ ডেস্ক
পর্দার স্টিভ জবস হিসেবেই তাঁকে চেনেন অনেকে। ২০১৫ সালের আলোচিত সিনেমা স্টিভ জবস-এ নামভূমিকায় অভিনয় করে পর্দা মাতিয়েছেন অভিনেতা মাইকেল ফ্যাসবেন্ডার। এই আইরিশ-জার্মান অভিনেতা থ্রি হানড্রেড, ফিশ ট্যাংক, এক্স-মেন ছবিতে অভিনয়ের জন্য আলোচিত। সিনেমায় রং ছড়ালেও স্কুলে অমনোযোগী শিক্ষার্থীদের দলনেতাই ছিলেন ফ্যাসবেন্ডার। দুই ভাইবোনের মধ্যে একটু বেশি ডানপিটে ছিলেন তিনি। আয়ারল্যান্ডের ফসো ন্যাশনাল স্কুলে ১৬ বছর বয়স পর্যন্ত পড়াশোনার পাশাপাশি দুরন্তপনা ছিল তাঁর সঙ্গী। ১৭ বছরে পা রাখতেই ফ্যাসবেন্ডারের মনে হয়েছে, ‘অভিনয়ই সব’।
এই ভাবনায় বুঁদ হয়ে যোগ দেন মঞ্চনাটকের দলে। ১৯ বছর বয়সে নাটক নিয়ে পড়াশোনা করতে চলে যান লন্ডনে। কিন্তু পড়াশোনার চেয়ে নাটকের মঞ্চটাই বেশি টানত তাঁকে। তাই ২৩ বছর বয়সে পড়াশোনাকে বিদায় জানিয়ে মঞ্চনাটকের দলের সঙ্গে ইংল্যান্ডের বিভিন্ন শহরে নাটক করতে বেরিয়ে পড়েন। ২০০১ সালে ‘জুনিয়র আর্টিস্ট’ হিসেবে স্টিভেন স্পিলবার্গ ও টম হ্যাংকসের সিনেমা ব্যান্ড অব ব্রাদার্সে অভিনয় করেন। এরপর একের পর এক দর্শকপ্রিয় ছবিতে অভিনয় করলেও পড়ালেখাটা তাঁর আর শেষ করা হয়ে ওঠেনি।
সূত্র: দ্য স্কটসম্যান