পড়াশোনা ছেড়ে সুপার হিরো
- লিডারশিপ ডেস্ক
সুপার হিরোদের মধ্যে ‘দুষ্টু ছেলে’ বলে পরিচিত ডেডপুল। ভিলেনদের নিয়ে তো বটেই, অন্য সুপার হিরোদের নিয়েও রসিকতা করতে ছাড়ে না সে। আর এ চরিত্রে অভিনয় করে সম্প্রতি দারুণ আলোচিত হয়েছেন হলিউডের অভিনয়শিল্পী রায়ান রেনল্ডস। কানাডায় জন্ম নেওয়া রায়ানের মা-বাবা দুজনই ছিলেন পেশাজীবী। চার ভাইয়ের মধ্যে তৃতীয় রায়ানের টেলিভিশনে অভিষেক হয় ১৫ বছর বয়সে। স্কুল আর টেলিভিশনে কাজ চলছিল সমান তালে। কলেজ ডিঙিয়ে ভ্যাঙ্কুভারের কুয়ান্টলেন পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। মাসখানেক পড়ার পর পড়াশোনাকে বিদায় জানিয়ে টেলিভিশনে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন রায়ান। পড়াশোনায় ব্যর্থ হয়ে শুরুতে সিনেমায় নেমেও ব্যর্থ হয়েছিলেন রায়ান। পরে গ্রিন ল্যান্টার্ন, ব্লেড: ট্রিনিটি, এক্স মেন অরিজিনস: উলভারিনসহ বেশ কিছু ছবি দিয়ে ধীরে ধীরে হলিউডে নিজের অবস্থানটা পাকাপোক্ত করেন তিনি।