দুই দলের হয়ে খেলা সফল ক্রিকেটাররা
মো. সাইফ : বর্তমান বিশ্বে জনপ্রিয় খেলার নাম হলো ক্রিকেট। তিনটি ভিন্ন সংস্করণের এই খেলায় অর্থ উপার্জনের যেমন সুযোগ রয়েছে তেমনি রয়েছে নিজের যোগ্যতার প্রমান দিয়ে পুরো বিশ্বে নিজেকে আলাদাভাবে পরিচিত করানোর সুযোগও। সব ক্রিকেটারের লক্ষ থাকে জাতীয় দলে খেলার। আর জাতীয় দলে খেলতে পারলেই একজন ক্রিকেটারের খেলোয়াড়ি জীবনের পূর্নতা আসে। তবে এ জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম আর নিয়মিত পারফর্ম করা। কারণ জাতীয় দলে সুযোগ পেতে হলে কঠিন প্রতিযোগীতার মুখোমুখি হতে হয় একজন ক্রিকেটারকে। তাই জাতীয় দলে সুযোগ পাওয়া বেশ কষ্টসাধ্য ব্যাপার, অনেকটা সোনার হরিণ ধরার মতো। তবুও এমন অনেক মেধাবী সফল ক্রিকেটার আছেন যারা শুধু একটি নয় দুটি দেশের জাতীয় দলের হয়ে খেলেছেন এবং তারা তাদের মেধা এবং পারফর্মের সমন্বয়ে নিজেকে সফল ক্রিকেটার হিসেবে প্রমাণ করেছেন। তবে এমন খেলোয়াড়ের সংখ্যা কিন্তু খুব বেশি নয়, বলতে গেলে হাতেগোনা কয়েকজন মাত্র। আজ আপনাদের এমন কিছু সফল খেলোয়াড়ের সাথে পরিচয় করিয়ে দেব।
ক্যাপলার ওয়েসেলসঃ তিনি সাবেক সাউথ আফ্রিকান খেলোয়াড়। কিন্তু তিনি খেলেছেন সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া দুটি জাতীয় দলের হয়ে। ১৯৮২ সালে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হয়। এরপর সাউথ আফ্রিকার হয়ে খেলেছেন দীর্ঘ সময় ধরে। শুধু তাই নয় তিনি সাউথআফ্রিকার টেস্ট এবং ওয়ানডে দলের নেতৃত্বও দিয়েছিলেন।
বয়ড রেনকিনঃ উইলিয়াম বয়ড রেনকিন নর্দান আয়ারল্যান্ড এর ক্রিকেটার। অভিষেক হয় ২০০৭ সালে আয়ারল্যান্ড জাতীয় দলের হয়ে। ২০০৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডের হয়ে বিশ্বকাপও খেলেন তিনি। তবে তিনি ইংল্যান্ড জাতীয় দলেও খেলেন। ২০১৩ তে ইংল্যান্ড দলে অভিষেক হয় তার। নিউজিল্যান্ড এর বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে ইংল্যান্ডের জাতীয় দলে ক্যারিয়ার শুরু হয় তার। এরপর ২০১৩-১৪ এশেজ সিরিজের স্কোয়াডেও ছিলেন রয়ড রেনকিন।
লুক রঞ্চিঃ লুক রঞ্চি উইকেটকিপার ব্যাটসম্যান। বর্তমানে খেলেন নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে এবং নিউজিল্যান্ড জাতীয় দলে তার অবস্থানকে পাকাপোক্ত করে নিয়েছেন। তবে তার ক্যারিয়ারের শুরুটা হয় অস্ট্রেলিয়ান জার্সিতে। ২০০৮ সালে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে একটি টি-টুয়েন্টি ও চারটি একদিনের ম্যাচ খেলেন অস্ট্রেলিয়ার হয়ে। এরপর যোগ দেন নিউজিল্যান্ড জাতীয় দলে। সেখানে তার অভিষেক হয় ২০০৯ সালে ওয়ানডে ম্যাচ দিয়ে।
ডার্ক নেনেসঃ ডার্ক পিটার নেনেস বাঁহাতি ফাস্ট বোলার যিনি আন্তজার্তিক ম্যাচ খেলেছেন নেদারল্যান্ডস এবং অস্ট্রেলিয়া দুটি দলের হয়ে। ২০০৯ সালে আইসিসি টুয়েন্টি২০ বিশ্বকাপে তিনি দুটি ম্যাচ খেলেন নেদারল্যান্ডস এর হয়ে। একই বছর তার ওয়ানডে অভিষেক হয়,তবে সেটা অস্ট্রেলিয়ান জার্সিতে।
ইয়ন মরগ্যানঃ পুরো নাম ইয়ন জোসেফ জেরার্ড মরগ্যান। জন্মসূত্রে তিনি আইরিশ। খেলেছেন আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড জাতীয় দলের হয়ে। ২০০৬ সালে স্কটল্যান্ড এর বিপক্ষে আন্তজার্তিক ওয়ানডে ম্যাচে অভিষেক হয় তার। আয়ারল্যান্ড এর হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন সে ম্যাচে তবে ২০০৯ সালে তিনি জার্সি বদলে হয়ে যান ইংল্যান্ড দলের খেলোয়াড়। এখনো ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলছেন তিনি এবং ইংল্যান্ড দলের নেতৃত্বও দিচ্ছেন নিয়মিত।